ওরা ৭ জন অনশনরত, টানা ১৪ দিন তারা অনশন করছেন। এবার, সাদা কালো ছবিতে নিজেদের সংহতির কথা প্রকাশ্যে জানালেন বিদীপ্তা থেকে বিরসা সকলে। অভিনেতা অভিনেত্রী হয়ে তাঁরা এবার একদিনের অনশনে।
ওদের সাহস আর মনের জোর থেকে প্রতিদিন তারা শিখছেন। তাই তো তারকা হয়েও মনুষ্যত্বের এক নিদারুণ পরিচয় দিলেন তারা। বিদীপ্তা নিজের সমাজ মাধ্যমে সেই ছবি পোস্ট করলেন। কাল সকাল ১১টা অবধি অনশন চালাবেন তাঁরা। এত বড় মহৎ আন্দোলনে এ খুব সামান্য। কিন্তু, তাতেও এই যোগদান খুব গুরুত্বপূর্ণ।
বিদীপ্তা অনশন মঞ্চ থেকে সেই ছবি শেয়ার করে লিখলেন, "আমরা ৭ জন আজ সকাল ১১টা থেকে ২৪ ঘন্টা প্রতীকী অনশনে ওদের সঙ্গে। ওদের মনের জোর দেখে প্রতিনিয়ত শিখছি আমরাও। সংহতি।" এই ৭ জনের মধ্যে বিরসা, বিদীপ্তা, সৌম্য, দেবলীনা, চৈতী, প্রান্তিক রয়েছেন। অন্যদিকে, সেই মহৎ অনশন মঞ্চ থেকে বিরসা লিখছেন...
"শুধু জল। ১৪ দিন ধরে ওরা অনশন করছে। আমরা জুনিয়র ডাক্তারদের জন্য এটুকু তো করতেই পারি।" যেদিন থেকে এই আন্দোলন চলছে, সেদিন থেকে অনেক তারকাই বারবার রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন। কিন্তু, আজ তাঁদের কিছুজন অনশনে বসেছেন একদিনের জন্য।
উল্লেখ্য, কিছুদিন আগে যে দ্রোহের কার্নিভালের রূপ দেখেছিল কলকাতা, তাতে অনেকেই যোগ দিয়েছিলেন। এমনকি, পুজোর পর দেবলীনা থেকে অপর্ণা সেন অনেকেই প্রশ্ন করেছিলেন যে এবার তো উৎসব শেষ, তাহলে কেন ক্ষমতাবান মানুষরা এসে কথা বলছেন না। একথা অজানা নয়, আজ মুখ্যমন্ত্রী নিজে ফোন করে কাতর আর্জি জানিয়েছেন। এমনও বলেছিলেন তিনি, "আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি। সবকটি দাবি পূরণ হয়েছে। ৩ - ৪ মাস সময় দাও, দয়া করে অনশন প্রত্যাহার করো! কাজে যোগ দাও।"