Advertisment
Presenting Partner
Desktop GIF

'ইতিহাস সাক্ষী, নারীর অপমানে ধ্বংস..', মণিপুর নির্যাতনে রাগে-ক্ষোভে জর্জরিত আশুতোষ-সোনুরা

সবাইকে জবাব দিতে হবে, সময় হয়ে গিয়েছে হুঙ্কার তারকাদের...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ashutosh rana, sonu sood, kiara advani, celebs on manipur violence, সোনু সুদ, আশুতোষ রানা, মণিপুর কাণ্ডে তারকারা, মণিপুরে মর্মান্তিক কাণ্ড, বলিউডের খবর, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

মণিপুর কাণ্ডে গর্জে উঠলেন তারকারা

সমগ্র নারী জাতির অপমান... মণিপুরে হওয়া অত্যাচার , প্রকাশ্যে দুই নারীকে নগ্ন করে যৌন হেনস্থা! মেনে নিতে পারছেন না কেউই। গর্জে উঠেছে গোটা দেশ। তারকাদের বেশিরভাগ স্তম্ভিত এহেন দৃশ্য দেখে।

Advertisment

নারী শোষণ দেশের পক্ষে কল্যাণকর নয়, এর জবাব সকলকে দিতে হবে। বিস্ফোরক আশুতোষ রানা। তিনি শুদ্ধ হিন্দিতে লিখলেন, "ইতিহাস সাক্ষী, যতবার নারীদের শোষণ, বস্ত্রহরণ করা হয়েছে ততবার সমগ্র মানবজাতিকে তাঁর ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হয়েছে। নারীদের এই অপমান পুরুষদের সমান অপমান। এর কোনও বিভেদ নেই"। এদিকে, সম্পূর্ন ঘটনায় চোখে জল সোনু সুদের। নারীদের অপমান না, মানবতার অপমান বলেই একে ব্যক্ত করেছেন অভিনেতা।

মেয়েদের গায়ে সারাজীবনের মত কলঙ্ক এই ঘটনা। তাঁদের আলোড়ন ফেলা উচিত। যে নারীতে সমগ্র জীবের সৃষ্টি তাঁর এহেন অপমান? কিয়ারা আডবাণী বললেন, "আমি জানি না কিছুই। শুধু এটুকু জানি, যারা এহেন ঘৃণ্য অপরাধ করেছে তাদের অবিলম্বে ভয়ানক শাস্তি পাওয়া উচিত"। আবার আওয়াজ তুললেন উরফি জাভেদ নিজেও। তাঁর কথায়, "প্রধানমন্ত্রী জেগেছেন আপনি? আপনিই তো ক্ষমতার অধিকারী, কিছু করুন?"

আরও পড়ুন < ‘টিম ইন্ডিয়ায় পুরুষ সিংহ নেই..?’ মণিপুর বিতর্কে ছবি বানানোর আর্জি যেতেই চূড়ান্ত চটলেন বিবেক >

সকাল হতেই এই চরম ঘটনার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী। দুইমাস ধরে জ্বলছে মণিপুর! অবশেষে নারী অত্যাচারের পরবর্তীতেই জেগে উঠলেন সকলে। ধিক্কার জানাচ্ছে নেটপাড়া। অভিনেতা, রিতেশ দেশমুখ বলছেন, "আমার গা হাত পা জ্বলছে। একজন পুরুষেরও রেহাই পাওয়া উচিত নয়। ছিঃ!" ভয়ঙ্কর এই দৃশ্য দেখে রে রে করে উঠেছেন সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ এমনকি খেলোয়াড়রাও।

আরও পড়ুন < মাতৃহারা দুই শিশু, রিক্সাচালকের সন্তানদের কাছে ‘মসিহা’ হয়ে উঠলেন নায়িকা-নক্ষত্র পরীমণি >

তদন্ত চলছে, মণিপুরের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি পাবেন অপরাধীরা। কিছুদিন আগে মীরাবাই চানু নিজেও হাতজোড় করে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রীর কাছে। রাজ্যকে বাঁচাতে আর্জি জানিয়েছিলেন। কাল থেকেই উত্তাল গোটা দেশ। অপরাধীদের শাস্তি দাবি করেছেন সকলে।

bollywood Sonu Sood Entertainment News Kiara Advani Manipur
Advertisment