Advertisment
Presenting Partner
Desktop GIF

Celebs Weddings 2024: কেউ দ্বিতীয়বার বিয়ে করলেন, কেউ আড়ালে-চুপিসারে, ২০২৪ এ গাঁটছড়া বাঁধলেন যে তারকারা...

Bollywood Weddings 2024: বিয়ে মানেই নতুন শুরু। আর এবছর শুরু থেকে শেষ বিয়ে ছিল টক অফ দ্যা টাউন। কেউ দ্বিতীয়বারের মত বিয়ে করলেন, কেউ বিয়ের কারণে লাইমলাইট কেড়ে নিলেন আবার কেউ একদম লোকচক্ষুর আড়ালে গিয়ে বিয়ে করলেন।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
celebs wedding 2024

কারা কারা এবছর গাঁটছড়া বাঁধলেন, দেখে নিন একঝলকে... Photograph: (Instagram)

২০২৪ নানা কান্ডের জন্য এবছর জনপ্রিয় থাকবে। তাঁর একটা কারণ অবশ্যই, কিছু ভাল সিনেমা এবং তাঁর থেকেও বড় বলিউডের বেশ কয়েকটা বিয়ে। এবছর শুরু থেকেই বিয়ে নিয়ে নানা চর্চা ছিল। যেমন বিচ্ছেদ হয়েছে তেমন এবছর বিয়েও হয়েছে। কারা কারা এবছর বিয়ে করেছেন দেখে নিন একঝলকে।

Advertisment

বিয়ে মানেই নতুন শুরু। আর এবছর শুরু থেকে শেষ বিয়ে ছিল টক অফ দ্যা টাউন। কেউ দ্বিতীয়বারের মত বিয়ে করলেন, কেউ বিয়ের কারণে লাইমলাইট কেড়ে নিলেন আবার কেউ একদম লোকচক্ষুর আড়ালে গিয়ে বিয়ে করলেন। বলিপাড়ার বুকে বিয়ে নিয়ে চর্চা ছিল দারুণ। দেখে নিন কারা কারা বিয়ে করলেন এবার...

একদম শুরুর দিকে সেভাবে বিয়ে নিয়ে চর্চা না থাকলেও প্রি ওয়েডিং নজর কেড়েছিল আম্বানিদের। ১২ই জুলাই অবশেষে একবছর ধরে নানা অনুষ্ঠান করার পর মুম্বাইয়ে অনন্ত এবং রাধিকা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সেখানে কে উপস্থিত ছিলেন না। তারকা এবং নক্ষত্র খচিত এই বিয়েতে এসেছিলেন খেলার দুনিয়ার মানুষ থেকে রাজনীতিবিদ এমনকি, দেশের সাধু সন্তরা। ইন্ডিয়ান রয়্যাল ওয়েডিং হয়ে উঠেছিল এটি।

Advertisment

এবছর বিয়ের বন্ধনে আবদ্ধ হন, অভিনেত্রী সোনাক্ষি সিনহা এবং জহির ইকবাল। তাঁরা দুজনে ভারতীয় বিশেষ বিবাহ আইন অনুযায়ী গাঁটছড়া বাঁধেন। খুব আন্তরিক এবং পারিবারিকভাবে বিয়ে করলেও তাঁদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের অনেকেই।

এরপর আসেন তাপসী পান্নু এবং তাঁর প্রেমিক ম্যাথিয়াস বে। তাঁর সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে আবদ্ধ ছিলেন তাপসী। অবশেষে এইবছর তাঁরা গাঁটছড়া বাঁধেন খুব পারিবারিক আয়োজনে। সেভাবে তাঁদের বিয়েতে কেউ উপস্থিত ছিলেন না বললেই চলে।

নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার বিয়ে নানা কারণে টক অফ দ্যা টাউন। একে এটি নাগার দ্বিতীয় বিয়ে। তাঁর সঙ্গে এই বিয়ে ঘিরে চৈতন্যের প্রাক্তন সামান্থার ভক্তরা এতটাই আক্রোশ দেখিয়েছেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। সামান্থা ও নাগা সম্পর্কের ইতি ঘটিয়েছেন বহুদিন। কিন্তু, ব্যস্তিগত বিচ্ছেদ নিয়ে কোনোদিন কিছুই বলেননি তাঁরা। এই বিয়ে বেশ আলোচনায় আসে এবং ছবিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়।

অদিতি রাও হায়েদেরি এবং সিদ্ধার্থ। দুজনেরই একটা দ্বিতীয় বিয়ে। খুব গ্ল্যাম এবং রুচিশীল ভাবে এই বিয়ে করেন তাঁরা। যেমন হালকা ডেকোরেশন তেমন হালকা সাজ এবং খুব কম মানুষের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন এই দুই তারকা। তাঁদের বিয়ের ছবি বেশ ভালবাসা পায় ভক্তদের তরফে।

কীর্থী সুরেশ এবং এন্টনি থাট্টিল। সবেমাত্র কিছুদিন হল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণের তারকা কীর্থি। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে একদম প্রপার সাউথ ইন্ডিয়ান নিয়মের মাঝেই একে অপরকে সঁপে দিয়েছেন তাঁরা। কীর্থির ক্রিশ্চিয়ান বিয়েও হয়েছে যদিও বা। তাঁদের বিয়েতেও উপস্থিত ছিলেন অনেকেই।

celebs aditi-rao-hydari Naga Chaitanya Sonakshi Sinha
Advertisment