শেষ কিছুমাসে সারা রাজ্যজুড়ে যা পরিস্থিতি, তারপর শাসকদলের প্রসঙ্গে অনেকেই নানা ধরনের মত রেখেছেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে টলিপাড়ার অনেক তারকাই, রাস্তায় নেমে আন্দোলন করেছেন। তাঁর মধ্যে দেবলীনা দত্ত থেকে শ্রীলেখা মিত্র, এমনকি সুদীপ্তা চক্রবর্তী অনেকেই রয়েছেন সেই তালিকায়।
শেষ দুদিন ধরে দেবলীনা এমনকি উশষী, কিংবা চৈতি ঘোষাল, অনেকেই রাস্তায় নেমে অনশন আন্দোলনে যোগদান করেছেন। গতকাল গিয়েছিলেন অপর্ণা সেন নিজেও। তিনি সেখানে গিয়ে এমনই বক্তব্য রেখেছিলেন যে, এখনও কেন? উৎসব শেষ, সব শেষ! তাহলে ঠিক কী কারণে তিনি আসছেন না? আর, একদিকে যখন কোনও কোনও তারকা রাস্তায় নেমে আন্দোলন করছেন। তখন, আরেকদল কার্নিভালে উৎসব পালন করতে গিয়েছিলেন।
সমাজ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে বেশ কিছু তারকা গতকাল সমালোচনার শিকার হয়েছিলেন। একেই বর্তমানে রাজনীতিবিদদের অনেকেই টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী। বিশেষ করে গতকাল যাদের দেখা গিয়েছিল, তাঁরা কোনও না কোনও ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। কেউ কেউ নব্য নির্বাচিত সাংসদ।
যারা মঞ্চে বসেছিলেন, তাঁদের মধ্যে সায়নী ঘোষ, থেকে জুন মালিয়া এবং রচনা বন্দোপাধ্যায় ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন। সেই মঞ্চে দেখা গিয়েছিল অভিনেত্রী সুভদ্রা চক্রবর্তীকে। এমনকি, সেই তালিকায় রয়েছেন সোহম চক্রবর্তী থেকে নুসরত জাহান এবং সৌমিতৃষা কুন্ডু নিজেও। অনেকে, পারফর্ম করলেন বিভিন্ন পুজো ক্লাবের হয়ে।
সেই তালিকায় রয়েছেন, সায়ন্তিকা বন্দোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এমনকি পূজা বন্দোপাধ্যায় থেকে রাইমা সেন আরও অনেকে। যদিও, প্রতিবারের মতো দেব কিংবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যায়নি এই মঞ্চে এবার। কিংবা স্বস্তিকা মুখোপাধ্যায় যাকে এর আগেও দেখা গিয়েছিল বিজয়া দশমীর বিসর্জনে, তাঁকেও এবার দেখা যায়নি।