Chaiti Ghoshal: আরজি কর আন্দোলনে মেয়েদের রাতদখলের সাফল্য নিয়ে প্রশ্ন-মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ে 'রাতদখল' সার্থক? কী মত চৈতির?

Women World Cup 2025: আরজি করের ঘটনায় অভয়ার বিচার চেয়ে মেয়েদের রাতদখলের লড়াই কতটা ফলপ্রসু হয়েছে তা এখনও প্রশ্নচিহ্নের মুখে। ২ নভেম্বর রাত ১২ টার পর মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয় 'রাতদখল' শব্দের সার্থকতা? কী বলছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ চৈতি ঘোষাল?

Women World Cup 2025: আরজি করের ঘটনায় অভয়ার বিচার চেয়ে মেয়েদের রাতদখলের লড়াই কতটা ফলপ্রসু হয়েছে তা এখনও প্রশ্নচিহ্নের মুখে। ২ নভেম্বর রাত ১২ টার পর মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয় 'রাতদখল' শব্দের সার্থকতা? কী বলছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ চৈতি ঘোষাল?

author-image
Kasturi Kundu
New Update
cats

Chaiti Ghoshal-Women Raat Dakhal: ২০২৪-এ আরজি কর-এ কর্মরত জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বিচারের দাবিতে মেয়েরা রাত দখলের ডাক দিয়েছিল। গভীর রাতেও মাইলের পর মাইল মহিলারা রাস্তায় হেঁটেছেন। অভয়ার বিচারের এক বছর অতিক্রান্ত হওয়ার পরও বিচারের আশায় রাত দখল করেছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটির একাংশ। অভয়া মঞ্চ থেকে রাত দখলের কর্মসূচীতে ছিলেন অভিনেত্রী চৈতি ঘোষাল। আরজি করের রাত দখল কতটা সার্থক সেই নিয়ে প্রশ্ন জনতাজনাদর্নের মনে। কিন্তু, ২ নভেম্বর প্রায় রাত দেড়টার কাছাকাছি জেগে মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের স্বাদ আস্বাদন করে গর্বিত ভারতবাসী। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে চৈতির কাছে প্রশ্ন ছিল, আরজি করের রাত দখল কতটা কার্যকরী তা নিয়ে মানুষের মনে সন্দেহ আছে, কিন্তু, রাত জেগে নারীশক্তির এই জয় প্রকৃত অর্থে 'রাতদখল' শব্দের যথার্থতা?

Advertisment

আরও পড়ুন 'সারপ্রাইজ দিতে গেলেও ওঁর সাহায্য লাগে', শুভশ্রীর জন্মদিনে কী প্ল্যান রাজের?

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে চৈতি বলেন, 'রাতদখলের যে লড়াইটা আমরা করেছিলাম সেটার প্রেক্ষিটা ছিল সম্পূর্ণ আলাদা। কালকের যে জয় সেটা তো নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের গর্ব। ক্রিকেট প্রকৃত অর্থে যে কোনও বর্ডার মুছে দিতে পারে। ভারত তো ক্রিকেটপ্রেমী একটা দেশ, প্রতিটি ভারতীয় ক্রিকেট ভালবাসে। সেই জন্য আমাদের কাছে ক্রিকেটের একটা আলাদা মাহাত্ম আছে। কিন্তু, এত মানুষ যে মহিলাদের ক্রিকেট খেলা দেখে সেটা কিন্তু কালকের ঐতিহাসিক জয়ের পর সকলের প্রতিক্রিয়া দেখে বোঝা গেল। আমার বাড়িতে ক্রিকেট নিয়ে চর্চা হয় তাই খেলার সংক্রান্ত খবর নিয়ে আমি ওয়াকিবহল। এই জয়টা নারীশক্তির জয়। এটা প্রমাণ করে দিল মেয়েরাও পারে। তাঁরা কোনও অংশে পিছিয়ে নেই। সেটা রাতদখল না দিনদখলের মাধ্যমে এল সেটা গুরুত্বপূর্ণ নয়।'

Advertisment

আরও পড়ুন 'এখনও হ্যাংওভার কাটেনি', মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর বায়োপিক নিয়ে নতুন ভাবনা রাজের?

চৈতির মতে, 'ওঁরা বিশ্বকাপ ঘরে এনেছে মানে প্রমাণিত মেয়েরাও অনেকটা এগিয়ে গিয়ে দখল করতে পারে, জয় করতে পারে। তাঁদেরকে গোটা ভারত স্যলুট করছে এটাই তো বিরাট প্রাপ্তি। আমি আরজি করের রাতদখলের সঙ্গে কালকের জয়ের রাতদখল পুরোটা এক রেখায় টানতে পারছি না। আমার মনে হয় প্রতিটি যুদ্ধেরই একটা স্বতন্ত্রতা আছে। তারপর হয়ত এক জায়গায় মিলে যায়। এই জয় ইতিহাস সৃষ্টি করেছে। এই জয়কে কেউ কালিমালিপ্ত করতে পারবে না। এতদিন টিম ইন্ডিয়া মানে শুধু পুরুষদের ক্রিকেটকেই প্রাধান্য দেওয়া হত। সেই ধারাবাহিকতা ভেঙেছে, এখন টিম ইন্ডিয়া মানে নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকের। এটা নারীশক্তির জয়, মহিলাদের নিজস্ব পরিচিতিকে বজায় রাখার নৈতিক জয়।' 

আরও পড়ুন আমার নজরে প্রকৃত লক্ষ্মীমন্ত মেয়ে তাঁরাই যারা নিজ গুনে পাওয়ার অর্জন করতে পারে: চৈতি ঘোষাল

Chaiti Ghoshal