জাতীয় পুরস্কার পেলে তারকাদের অভিনয় জীবনে দায়িত্ব বেড়ে যায় একথা খুব স্বাভাবিক। কিন্তু, সাংসারিক জীবনে বহুল পরিবর্তন আসে? কেন একথা বললেন চঞ্চল চৌধুরী?
বাংলাদেশে আয়োজিত জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মাননা পেলেন জয়া এহসান এবং চঞ্চল চৌধুরী। দুই তারকাই এই বাংলায় সমান জনপ্রিয়। তাঁদের কাজ দেখতে ভালবাসেন এই বাংলার দর্শকরাও। চঞ্চল হাওয়া ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ের জন্যই পেলেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার।
আর গতকাল সেই পুরস্কারের আনুষ্ঠানিক উপস্থাপনার সময় হাজির ছিলেন বিজেতারা। দেখা মিলল আরেফিন শুভর। অভিনেতা জাতীয় পুরস্কারের মঞ্চেই কিছু মজার ভিডিও করলেন। চঞ্চলের সঙ্গে শেষ কিছুদিনে তাঁর সম্পর্ক অন্যমাত্রা পেয়েছে। কারণ, মুজিব ছবিতে তাঁর বাবার চরিত্রে অভিনয় করেছিলেন চঞ্চল। সেই খাতিরেই চলল খুনসুটি। অভিনেতার স্টেজে ওঠার আগেই ঘাম ঝরছে। শুভ প্রকাশ্যে জিজ্ঞেস করলেন…
আপনার কি প্রচণ্ড নার্ভাস লাগছে? চঞ্চল, মাথা নাড়িয়েই উত্তর দিলেন হ্যাঁ! প্রচণ্ড। এখানেই শেষ না। শুভ বেশ হাসতে হাসতেই জিজ্ঞেস করলেন, এই যে পুরস্কার পেলেন, তাতে দায়িত্ব বেড়ে গেল? চঞ্চল হাসির ছলেই বললেন… দায়িত্ব বেড়ে গেল না? সংসারের দায়িত্বও বাড়ল নাকি? আর চঞ্চলের কথা শুনেই হেসে দিলেন শুভ।
উল্লেখ্য, হাওয়া দারুণ জনপ্রিয়তা পেয়েছিল এই বাংলাতেও। দর্শকরা ভিড় জমিয়েছিলেন। ভালবাসা পেয়ে চঞ্চল এই বাংলার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। এমনকি, তারপরেই সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে পদাতিক ছবিতে সাইন করেন।