Advertisment
Presenting Partner
Desktop GIF

ফের একবার ভারতকে আক্রমণ! চঞ্চলের 'দম' দেখে জ্বলে-পুড়ে ছাই বাংলাদেশীরা

ফের দালাল দালাল কটাক্ষ, প্রসঙ্গ উঠল মোশাররফ করিমের!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
chanchal chowdhury, চঞ্চল চৌধুরী, বিশ্বকাপ, bangladesh, bangladesh cricketfans, icc, indian world up, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

চঞ্চলের দম

তিনি বাংলাদেশের চর্চিত নায়ক, চঞ্চল চৌধুরী। একের পর এক অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। তবে, বর্তমানে তাঁকে নিয়ে নানা আলোচনা। কারণ? তিনি বিশ্বকাপ ফাইনালের পর বাংলাদেশকে তুলোধোনা করেছেন।

Advertisment

যে দেশের মানুষ তিনি, সেই দেশকেই তাঁদের অভব্য আচরণ এবং বক্তব্যের কারণে নিজের মনের কথা বলে বসেছেন তিনি। আর তারপর থেকেই নানা আলোচনা। অভিনেতাকে নিয়ে বাংলাদেশের জনগণ মহলে শোরগোল। নতুন ছবি দম আসছে তাঁর। সেই ছবি বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হবে। কিন্তু, সেখানে গল্প শেষ না। চঞ্চলের এই ছবির পোস্টার দেখতেই সেদেশের মানুষের বেশিরভাগ রেগে আগুন।

নিজের দেশকে ছোট করে ভারতকে নিয়ে মাতামাতি করায় চঞ্চলকে অনেকেই দালাল বলেছেন। আবার, বেশ কিছু বাংলাদেশের মানুষ তাঁকে সাপোর্ট পর্যন্ত করেছেন। চঞ্চল এই ছবির পোস্টার শেয়ার করে লিখেছিলেন - "দম রাখুন, আসব দম নিয়ে "। তাঁকে, এই ছবিতে কাজ করতে দেখেই ফের দুই দেশের জনগণের মধ্যে কলহ।

প্রসঙ্গ উঠল মোশাররফ করিমের। সেই অভিনেতাকে একই প্রশ্ন করা হয়েছিল কিন্তু তিনি দেশের বিরুদ্ধে একটি কথাও বলেননি। কেউ বললেন, "আপনি ওই দেশের হয়ে গিয়েছেন"। আবার কেউ বললেন, "নিজের কেরিয়ারের জন্য দালালি ভালই পারেন"। আবার কারওর কথায়, "খুব ভালো অভিনেতা উনি কিন্তু ভালো মানুষ না। সামান্য পরিচিতি পাবার জন্য যে মানুষ নিজের দেশের মানুষদের নিয়ে যা তা বলেন তারে মাথায় তুলে নাচার কিছু নেই। একই প্রশ্ন মোশাররফকেও করা হয়েছিল কই তিনি তো আপনার মতো সস্তা পরিচিতির জন্য যা তা বলেননি।"

উল্লেখ্য, ভারতকে নিয়েও তারা যা নয় তাই বললেন। কারওর কথায়, ভারতে গিয়েই নিজের শেষ দমটা ছাড়ুন। আবার কেউ বললেন, পা চেটে কৃতি সন্তান হলেন সেই দেশের। ২০২৫ সালে রিলিজ করবে এই ছবি। বাংলাদেশের প্রচুর অভিনেতা এদেশে এসেছেন। কাজ করেছেন, সম্মান পেয়েছেন। জয়া এহসান থেকে নুসরত ফারিয়া এমনকি বর্তমানে অপূর্ব! তালিকা কম নয়। তবে, চঞ্চলকে নিয়ে শোরগোল শেষ হচ্ছে না।

tollywood Entertainment News chanchal chowdhury
Advertisment