Advertisment
Presenting Partner
Desktop GIF

তানজানিয়ার কিলি পলের গলায় 'সাদা কালা' গান! শুনে মন্ত্রমুগ্ধ চঞ্চল চৌধুরি

আফ্রিকার 'সাদা-কালা' শুনে আপ্লুত অভিনেতা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
chanchal chowdhury, chanchal chowdhury bangladesh, chanchal chowdhury actor, chanchal chowdhury tollywood, chanchal chowdhury as mrinal sen, chanchal chowdhury sada sada kala kala, chanchal chowdhury dhaka news, চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী

তিনি বাংলাদেশের মানুষ হলেও এই বাংলাতেও সমান জনপ্রিয়। বিশেষ করে হাওয়া ছড়িয়ে আগুন লাগিয়েছিলেন কলকাতার সিনেপ্রেমীদের মধ্যে। তারকা আচরণ নেই তার মধ্যে। বরং নিজের শিল্পিসত্বাকে ফুটিয়ে তুলছেন প্রতিনিয়ত। তাঁর অভিনয় তথা গান শুনে মুগ্ধ দুই বাংলার মানুষ। প্রসঙ্গে চঞ্চল চৌধুরী। এবার তার গান পৌঁছে গিয়েছে সুদূর তানজানিয়ার গ্রামে।

Advertisment

কিলি পল, যিনি ভারতের মানুষ না হয়েও আজ ভারতীয় সংস্কৃতির সঙ্গে অবিচ্ছেদ্য ভাবে জড়িয়ে গিয়েছেন তার মুখে সাদা সাদা কালা কালা গান শুনে মুগ্ধ চঞ্চল খোদ। তানজানিয়ার গ্রামে সুরে সুরে ভেসে চলেছে এই গান। আর বেশ সাবলীল ছন্দেই এই গান গাইছেন কিলি পল। সুরেও খামতি নেই, আবার শব্দ উচ্চারণেও কোনও ভুল নেই। এত নিখুঁত গান শুনে যথেষ্ট অবাক হয়েছেন চঞ্চল।

আরও পড়ুন < গিরিশ পুরস্কারে ভূষিত কৌশিক সেন, প্রাপ্ত সাম্মানিক পৌঁছে দিলেন শিশু চিকিৎসায় >

সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন সেই ভিডিও। কিলি পলকে ধন্যবাদ জানালেন তিনি। লিখলেন, "তোমায় অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে গাওয়ার জন্য"। এমনিও তাঁর অনুরাগীরা তাকে কিছু উৎসর্গ করলে সেটি সকলের সঙ্গে ভাগ করে নেন চঞ্চল। এবারও সেই ভুল হল না।

চঞ্চলের কণ্ঠে তুমি বন্ধু কালা পাখি, এই গানটির যা জনপ্রিয়তা সেটি আলাদা করে কাউকে বলে দিতে হয় না। বর্তমানে, সৃজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবিতে মৃণাল সেনের ভূমিকায় কাজ করছেন চঞ্চল। তাঁর সঙ্গে বাংলাদেশের কাজও চলছে জোরকদমে।

tollywood Entertainment News chanchal chowdhury
Advertisment