Advertisment
Presenting Partner
Desktop GIF

Chanchal Chowdhury-Shakib Khan: 'ভয় নেই...', শাকিবকে পাশে নিয়েই গভীর বার্তা দিলেন চঞ্চল চৌধুরী 

Chanchal Chowdhury news: ওপার বাংলার দুই সুপারস্টারই পারবেন, কিন্তু কী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Chanchal Chowdhury, Shakib khan, chanchan Shakib, toofan, Shakib khan movie, chanchal Chowdhury news, Shakib and Chanchal together, Bangladesh film industry, Shakib khaan toofan

Chanchan-Shakib: বাংলাদেশের দুই সুপারস্টার কী বলছেন?

দুজনই বাংলাদেশের শ্রেষ্ঠ তারকা ও অভিনেতা। এবং দুজনেই দুই বাংলায় সমান জনপ্রিয়। প্রসঙ্গে শাকিব খান ( Shakib Khan ) এবং চঞ্চল চৌধুরী ( Chanchal Chowdhury )। দুজনই নিজেদের আসন্ন ছবি রিলিজ নিয়ে বেশ ব্যস্ত। 

Advertisment

একদিকে যখন চঞ্চল চৌধুরী মৃণাল সেনের ভূমিকায় পদাতিক ছবিতে কাজ করেছেন। অন্যদিকে, শাকিবের তুফান টিজারেই ঝড় তুলেছে। বাংলাদেশের দর্শক যেন অপেক্ষার দিন গুনছে ছবি রিলিজের। অন্যদিকে, এই ছবিতে চঞ্চল রয়েছেন এক মুখ্য ভূমিকায়। 

তুফান ছবিতে শাকিবের বিরুদ্ধে রয়েছেন চঞ্চল। কানাঘুষো খবর, চঞ্চল এই ছবিতে নেগেটিভ চরিত্রে। ফলেই গুরুত্ব তো রয়েছেই। আর এবার ছবির দুই তারকাই একসঙ্গে প্রচণ্ড গরমের দুপুরে যা জানালেন, তাতে আবহাওয়া ঠান্ডা না হলেও ভক্তদের মন কিন্তু, ঠান্ডা হবেই। 

আরও পড়ুন - Janhvi Kapoor:  ভয়ঙ্কর কান্ড, দুই কাঁধের লিগামেন্ট ছিঁড়ে ঘোর বিপদে জাহ্নবী! 

ফ্রেমে দেখা গেল বাংলাদেশের দুই তারকা কোলাকুলি করছেন। দুজনের হাসি ধরছে না। আর সেই ছবি পোস্ট করেই চঞ্চল লিখলেন... "ভয় নাই! প্রচণ্ড গরমেও আমরা প্রচণ্ড ঠান্ডায় থাকি..."। আর এই ছবিতেই ভক্তদের উচ্ছাস দেখার মত। কে কী বলছেন? 

কেউ বলছেন, আপনারাই পারবেন বাংলাদেশের সিনেমাকে বাঁচাতে। আবার কেউ বললেন, আপনারা ঠান্ডা তো জগৎ ঠান্ডা। আবার কারওর কথায়, এত সারপ্রাইজিং ঝড়! দুজনেরই সামনে বিগ রিলিজ! ফলেই, একধরনের ব্যস্ততা তো রয়েছেই। কিন্তু, তাঁর মধ্যেও ব্রোম্যান্সের শেষ নেই। 

chanchal chowdhury Shakib Khan tollywood Entertainment News
Advertisment