Advertisment
Presenting Partner
Desktop GIF

Chandni Saha: বাবা হঠাৎ করেই চলে গেলেন নবমীর দিন, আজও এক থাকতেই ভালবাসেন অভিনেত্রী চাঁদনী

Chandni Saha Tollywood: কলকাতার রাস্তায় ঘোরাই হয়নি, কিন্তু কেন! জানালেন অভিনেত্রী...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
chandni saha actress tollywood shared about her life update

chandni saha actress - কী বললেন চাঁদনী?

Tollywood News: অভিনেত্রী চাঁদনী সাহা টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ। বিশেষ করে খলনায়িকা হিসেবেই তাঁকে দেখা যায়। কিন্তু আর পাঁচজন মানুষের মতো তাঁর জীবনেও রয়েছে সুখ দুঃখের গল্প।

Advertisment

শহর কলকাতার রাস্তাঘাট নাকি তিনি চেনেন না। টইটই করে কোনোদিন ঘুরে বেড়ানো হয়নি। কলেজে পড়াকালীন আর পাঁচজন মেয়ের মতো আনন্দ করা হয়নি। কারণ, জীবনের সবথেকে বড় ছায়া তাঁর বাবা চল গিয়েছিলেন হঠাৎ করেই। সব ঠিকঠাক ছিল। দুর্গাপুজোর নবমীর দিন হঠাৎ করেই বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়।

তারপর শুধু শুটিং আর বাড়ি, ব্যাস! জীবন এভাবেই সীমাবদ্ধ হয়ে যায় তাঁর। কিন্তু এতসবের মাঝেও অভিনেত্রী জানান তিনি নিজের জীবনে আজ পুরো একা। এবং একা থাকতে বেশ পছন্দই করেন। প্রেম করলেও বর্তমানে তিনি সিঙ্গেল। সেটা বেশ ভালই লাগছে তাঁর। জীবনে কোনও চাপ নেই।

আরও পড়ুন - Salman Khan: ভাইজানকে ভয় দেখাতেই বারান্দায় গুলি চালালেন দুষ্কৃতীরা! ভয়ঙ্কর স্বীকারোক্তিতে কেঁপে উঠল মুম্বাই পুলিশ ব্রাঞ্চ…

উল্লেখ্য, অভিনেত্রী বর্তমানে অভিনয় করছেন যোগমায়া ধারাবাহিকে। সেই ধারাবাহিকে চরিত্র নিয়ে বেশ আশাবাদী তিনি। যতই খলনায়িকা হোক না কেন, অভিনেত্রীর কথায়, আমার কাছে সবটাই খুব ভাল। লোকে ভাবতে পারে নেগেটিভ। কিন্তু আমি নিজের দিক থেকে খুব সৎ। আমি যে চরিত্রে অভিনয় করি, সেটা নিয়ে খুব পজেজিভ। আমি চাই, চরিত্রটা নিয়ে ক্লারিটি থাকুক।

উল্লেখ্য, একের পর এক সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। যমুনা ঢাকি থেকে যোগমায়া বহু ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে।

Bengali Serial bollywood tollywood Entertainment News
Advertisment