চাঁদ এবার ঘরে! ভেঙে পড়া থেকেই গড়ার গল্প... চন্দ্রযান ৩ এর সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। আনন্দ ধরছে না অক্ষয় কুমারের।
মঙ্গলযান এর ওপর নির্মিত ছবি মিশন মঙ্গলে প্রজেক্ট ডিরেক্টরের ভূমিকা পালন করেছিলেন তিনি। স্পেস, মহাকাশ নিয়ে রয়েছেন আলাদাই ভালবাসা। আজ চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম অবতরণের পরেই উচ্ছাস অক্ষয়ের মনে। সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজের কথা। লিখলেন...
কোটি কোটি হৃদয় আপনাদের ধন্যবাদ বলছে ইসরো। আমাদের স্বপ্ন পূরণ করার জন্য ধন্যবাদ। আমি গর্বিত ভারতকে ইতিহাস সৃষ্টি করতে দেখলাম। আমাদের জয় এটা। চাঁদের দক্ষিণ মেরু ভারতের নামে, আর আমরা ভারতীয়রা চাঁদের মাটিতে পৌঁছে গিয়েছি। আজ আনন্দের দিন ভারতের। ৪ বছর আগের সেই ব্যর্থতাই আজকের সফলতা এনে দিল।
চন্দ্রযান থ্রির সাফল্যের পর, আফ্রিকা থেকেই ভার্চুয়ালি বার্তা দেন নরেন্দ্র মোদী। এদিকে, মিশন মঙ্গলের সেই সংলাপ আজ ঘরে ঘরে ... পুরি দুনিয়া সে কাহো কপি দ্যাট...আজ আবারও ভারতের নতুন জয়। সারা দেশের মানুষ এই স্বপ্নই দেখেছিলেন। আর আজ সেই সফলতা। সামনের দিনে শুক্র জয়এর প্রস্তুতি নেবে ভারত।