চাঁদে পৌঁছেছেন রাকেশ রোশন! আসলেই বাৎলে ছিলেন কে? ঘটনা শুনতে অবাক লাগলেও, গতকাল চন্দ্রযান ৩ এর সফল অবতরণের পর থেকে, সারা দেশ ইসরোর গর্বে গৌরবান্বিত। কিন্তু, তারমধ্যে সমস্ত আকর্ষণ একই দিকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর একটি বক্তব্য, তোলপাড় সোশ্যাল মিডিয়া।
Advertisment
স্পেস ছুঁয়ে আসা প্রথম ভারতীয় রাকেশ শর্মা। গতকাল সাফল্যের আগে বক্তৃতা দিতে গিয়েই তাঁর নাম উল্টে পাল্টে রাকেশ রোশন বলে বসেন মুখ্যমন্ত্রী। সেদিনের ঘটনা উল্লেখ করেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ইন্দিরা গান্ধী যখন রাকেশ রোশনকে জিজ্ঞেস করেন আপনি কেমন দেখছেন, উনি বলেন সারে জাহা সে আচ্ছা..." কিন্তু!
ঘটনা পেঁচিয়ে গিয়েছে এই জায়গাতেই। মমতা বন্দ্যোপাধ্যায় এর বলা এই বক্তব্যের সঙ্গেই হুবহু মিলে গিয়েছে সিনেমার একটি ডায়লগ। তাও, কার মুখে শোনা গিয়েছিল এই ডায়লগ? কাঞ্চন মল্লিক! বেশ পুরনো একটি টেলিফিল্মের অন্দরে এই ডায়লগ শোনা যায়। ঠিক যেন লাইন বাই লাইন এক! শুধু এখানেই শেষ নয়। সেখানে কাঞ্চনকে বলতে শোনা যায়, দিদি যখন বলেছেন রাকেশ রোশন তখন ঠিকই বলেছেন। জ্ঞান কপচাবেন না।
ঘটনার প্রাসঙ্গিকতায় দুইয়ে দুইয়ে চার মিলিয়ে দিয়েছেন সকলেই। হাসির রোল সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ তো, এমনও বললেন কাঞ্চন দা বরাবরের দিদির দূত। কালকের এক গর্বের মুহূর্তে রাকেশ রোশন দিব্যি ছিনিয়ে নিলেন লাইমলাইট। এদিকে, মেমের বন্যা সোশ্যাল মিডিয়ায়। সকলের প্রশ্ন একটাই, রাকেশ কি এভাবেই জাদুকে পেয়েছিলেন?