/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/prakash.jpg)
প্রকাশ রাজ
দেশের বিরাট বড় সাফল্য, বিক্রম ল্যান্ড করতে আর বেশি দেরি নেই। সকাল থেকেই খবর ছিল এমনই যে মাত্র ২৫ কিমি দূরে আছে সে। প্রথম কিছু ছবিও ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। আর তার আগেই...
ভারত, এক ইতিহাস সৃষ্টি করতে চলেছে। দেশের সকলেই তাকিয়ে আছে চাঁদের দিকে। ISRO-এর সাফল্য কামনা করছে গোটা দেশের মানুষ। আর সেখানে, অভিনেতা প্রকাশ রাজের অদ্ভুত মন্তব্য। ল্যান্ড করার আগেই তিনি এমন একটি ছবি টুইট করলেন যা দেখে চমকে যেতে হয়। আবার সেটিকে ব্রেকিং নিউজ বলেও পোস্ট করলেন। কী আছে সেই ছবিতে?
ছবিটি আসলে একটি কার্টুন। একজন দক্ষিণ ভারতীয় মানুষ, দুই হাত দিয়ে চা বানাচ্ছেন। ছবিটি আসলে কী ইঙ্গিত করতে চাইছে এটি বুঝতে আর কারওর বাকি নেই। তাঁর বক্তব্য, চন্দ্রযান-৩ প্রথম এই ছবিটাই পাঠাবে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর। প্রকাশের এহেন মন্তব্যের পর রেগে আগুন বেশিরভাগ।
BREAKING NEWS:-
First picture coming from the Moon by #VikramLander Wowww #justaskingpic.twitter.com/RNy7zmSp3G— Prakash Raj (@prakashraaj) August 20, 2023
রাজনৈতিক দলকে ঘেন্না করা আর দেশের সাফল্যে উৎসাহিত না হওয়ার মধ্যে বিরাট ফারাক রয়েছে বলেই তাঁরা মনে করেন। অন্তত, এধরনের মন্তব্য হিংসা ছাড়া আর কিছুই জানান দেয় না বলেই দাবি করেছেন তাঁরা। কেউ বললেন, গোটা দেশ এর দিকে তাকিয়ে বসে আছে। সেখানে আপনার কটু কথা বলার কোনও প্রয়োজন নেই।