সহকর্মীকে যৌন নিগ্রহের অভিযোগ, গণেশ আচার্যের বিরুদ্ধে চার্জশিট পুলিশের

বছর দুয়েক তদন্ত চালানোর পরেই মুম্বই পুলিশ এই চার্জশিট দাখিল করেছে

বছর দুয়েক তদন্ত চালানোর পরেই মুম্বই পুলিশ এই চার্জশিট দাখিল করেছে

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

গনেশ আচার্য

কোরিওগ্রাফার গণেশ আচার্যের ( Ganesh Acharya ) বিরুদ্ধে চার্জশিট পেশ করল মুম্বই পুলিশ। ২০২০ সালে আরোপিত যৌন নিগ্রহের কারণেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বছর দুয়েকের বিরতিতে তদন্তের পরেই এই সিদ্ধান্ত নিয়েছে মুম্বই পুলিশ।

Advertisment

যতদূর জানা যাচ্ছে সম্পূর্ন ঘটনাকে অস্বীকার করেছেন গণেশ আচার্য। ওশিওয়ারা পুলিশ গত মাসে তদন্ত শেষ করার পরেই আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেছে। গণেশ আচার্যের বিরুদ্ধে ৩৫৪এ যৌন নিগ্রহ, স্টকিং এবং অন্যান্য ধারায় একজন মহিলার ওপর আঘাত, তার শালীনতা অবমাননা এবং মানসিক তথা ভয় দেখানোর অভিযোগ রয়েছে। পুলিশ পরিদর্শক সন্দীপ শিন্দে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন এবং নিশ্চিত করেছেন যে, ১৮ই মার্চ চার্জশিট পেশ করা হয়।

গণেশের সঙ্গেই কাজ করাকালীন এক মহিলা কোরিওগ্রাফারের তরফেই এমন অভিযোগ আসে। প্রত্যাখ্যানের কারণবশত তাকে পরবর্তীতে যৌন হেনস্থার শিকার হতে হয়। ২৫,০০০ টাকা পারিশ্রমিক নিতেই গণেশের অফিসে পৌঁছান তিনি, সেখানেই তাকে এই বিপদের মুখে পড়তে হয়। একজন নৃত্যশিল্পী হিসেবেই কাজ করতেন সেই মহিলা। নানান অশ্লীল ভিডিও এবং জিনিসপত্র দেখানো হয় তাকে, এবং এই কাজ করেন গণেশ খোদ।

Advertisment

শুধু তাই নয় গণেশ আচার্য জেনারেল সেক্রেটারি হওয়ার পরে সেই নৃত্যশিল্পীর সদস্যপদ পর্যন্ত বাতিল করা হয়। তবে গণেশ আচার্য নিজে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

ganesh acharya