New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/12/aEDz9AjPkToaZ8bFaVb5.jpg)
অনলাইনে জামাকাপড় বেচে দিন গুজরান অভিনেত্রীর
Actress Financial Condition: সুস্মিতা সেনের প্রাক্তন বউদি মেয়েকে মানুষ করতে অনলাইনে কাপড় বিক্রি করছেন! সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই মুখ খুললেন চারু আসোপা। অন্যদিকে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ রাজীব সেনের?
অনলাইনে জামাকাপড় বেচে দিন গুজরান অভিনেত্রীর
Actress Selling Cloths: হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ সুস্মিতা সেনের প্রাক্তন বউদি চারু আসোপা। রাজীব সেনের সঙ্গে সম্পর্কের তিক্ততা একটা সময় হয়ে উঠেছিলব পেজ ৩-এর চর্চিত টপিক। বিবাহবিচ্ছেদের পর তিন বছরের ছোট্ট মেয়েকে নিয়ে মুম্বই ছাড়লেন চারু। মেয়ের বয়স এখন খুবই কম, তাই আপাতত মেগা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন চারু। মুম্বইয়ের হাইপ্রোফাইল লাইফস্টাইল বহন করা এই মুহূর্তে তাঁর পক্ষে সম্ভব নয়। তাই মা-মেয়ের আপাতত স্থায়ী ঠিকানা জন্মস্থান রাজস্থানের বিকানের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে অনলাইনে জামাকাপড় বিক্রি করছেন চারু। যা দেখে নেটিজেনদের মন্তব্য, অর্থসংকট দূর করতেই এই পথ বেছে নিয়েছেন রাজীবের প্রাক্তন স্ত্রী।
এই ভিডিও নিয়ে চর্চা শুরু হতেই মুখ খুললেন টেলি অভিনেত্রী। তিনি বলেন, 'গত তিন-চার দিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম। সুতির সালোয়ার স্যুট অনলাইনে বিক্রি করছিলাম। সেটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। অনেকজায়গায় দেখেছি ভিডিও-র উপর লেখা রয়েছে আমার আর্থিক অবস্থা খুব সংকটজনক। মুম্বই ছেড়ে রাজস্থানে এসে অনলাইনে জামাকাপড় বেচে দিন কাটাচ্ছে।'
একটা বিষয় স্পষ্ট করেছেন, তিন বছরের মেয়ে জিয়ানাকে ছেড়ে এখন শুটিংয়ে যাবেন না। তাঁর মতে, 'একটা সময় ছিল যখন কাজকে গুরুত্ব দিয়েছি। কিন্তু, একন আমার মেয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নয়। মুম্বইয়ের খরচ অনেক বেশি। তাই এখানে এসে থাকছি। সিরিয়াল যদি নাই করি এখন তাহলে তো মুম্বইয়ে থাকার প্রয়োজন নেই।'
চারু আসোপা আরও একটি বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেটি হল, তাঁর বক্তব্য, যেভাবে সকলে তাঁর আর্থিক কষ্টের কথা বলছে সেটা মোটেই সত্যি নয়। ভবিষ্যতে যদি আবার সিরিয়ালে ফেরেন তাহলে নিশ্চয়ই মুম্বই যাবেন। মেয়েকে রাজীবের থেকে দূরে রাখছেন বলে অভিযোগ সুস্মিতার ভাইয়ের।
হিন্দুস্থান টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে রাজীব বলেন, 'চারু আমাকে আমার মেয়ের থেকে দূরে রাখছেন। কিন্তু, জিয়ানার জন্য আমার খুব কষ্ট হয়।' গত জানুয়ারি থেকে মেয়েকে দেখেননি রাজীব। চারুর আর্থিক সংকটের যে খবর ছড়িয়েছে সেই প্রসঙ্গে প্রাক্তন স্বামীর বক্তব্য, সম্প্রতি পরিবারের সঙ্গে ক্রুজ ভ্যাকেশনে গিয়েছিলেন অভিনেত্রী। প্রত্যেকের টিকিটের মূল্য চারু দিয়েছেন। সত্যিই আর্থিক সংকটে থাকলে এটা কখনও সম্ভব নয় বলে দাবি রাজীব সেনের।