Advertisment
Presenting Partner
Desktop GIF

কোথায় দেখতে পাবেন এ বছরের অস্কার মনোনীত ছবি?

এখনও পর্যন্ত এই বছরের অস্কারে মনোনীত হওয়া ছবিগুলি দেখে উঠতে পারেননি! জানেন না কোথায় দেখা যাবে! চিন্তার কোনও কারণ নেই, আপনার মুশকিল আসান হয়ে যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
oscar

'ওয়ানস আপন এ টাইম ইন হলিউড' ১৪ ফেব্রুয়ারি পুনরায় মুক্তি পাচ্ছে ভারতে।

সামনেই অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কার ২০২০। তার আগেই সিনেমা হলে মুক্তি পাচ্ছে এ বছরের অস্কারে মনোনয়ন পাওয়া ছবিগুলি। কোনও কোনও ছবি তো পুনরায় রিলিজ হচ্ছে। তবে সিনেমা হল বাদ দিলেও ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বেশ কিছু ছবি। কোথায় দেখবেন এ বছরের মনোনীত সেরা ছবিগুলি। তালিকা রইল নীচে-

Advertisment

ফোর্ড ভার্সেস ফেরারি

Matt Damon, Christian Bale ম্যাট ডেমন এবং ক্রিস্টিয়ান বেল- ছবির একটি দৃশ্যে।

জেমস ম্যানগোল্ড-এর পরিচালনায় ম্যাট ডেমন এবং ক্রিস্টিয়ান বেল-কে দেখা যাবে মুখ্য চরিত্রে। ১৭ জানুয়ারি ফের একবার মুক্তি পাচ্ছে এই ছবি। পিভিআর থিয়েটার হলে দেখা যাবে ফোর্ড ভার্সেস ফেরারি। নতুন দিল্লি, নয়ডা, গুরগ্রাম এবং মুম্বইয়ের পিভিআর-হলে দেখা যাবে এই ছবি।

দ্য আইরিশম্যান

মার্টিন স্করসিস-র ক্রাইম ড্রামায় অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, আল পাচিনো এবং জোয় প্রেসি। নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এই ছবি।

জোজো র‍্যাবিট

jojo টাকিয়া ওয়েটিটি-র অ্যান্টি-হেট স্যাটায়ার জোজো র‍্যাবিট।

টাকিয়া ওয়েটিটি-র অ্যান্টি-হেট স্যাটায়ার সম্প্রতি রিলিজ হয়েছে। তবে ভারতে এই ছবি মুক্তি পেয়েছে ৩১ জানুয়ারি।

আরও পড়ুন, পেশায় আইনজীবী! শুধু অভিনয়ের টানে কলকাতায় ফেরেন অভিষেক

জোকার

জ্যাকলিন ফোনিক্স-এর ডিসি ছবি জোকার। ডিসির এই ছবি দেখা যাবে গুগল প্লে-তে, কেবলমাগ্র ১৫০ টাকায়। হাঙ্গামা প্লে-তেও রয়েছে এই ছবি। টড ফিলিপস-এর পরিচালনায় এই ছবি পুনরায় মুক্তি পাচ্ছে ১৪ ফেব্রুয়ারি।

লিটল ওম্যান

little-women ৭ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে এই ছবি।

বড়পর্দায় তৈরি হয়েছে লুইসা মে অ্যালকট-এর ক্লাসিক লিটল ওম্যান। পরিচালনায় গ্রেটা জারউইগ। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সাওয়েরসে রোনান, টিমোথি শালামেট, মেরিল স্ট্রিপ এবং ফ্লোরেন্স পাগ। ৭ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে এই ছবি।

ম্যারেজ স্টোরি

নোয়া বোম্বাচ-এর পরিচালিত ম্যারেজ স্টোরি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। অ্যাডাম ড্রাইভার ও স্কারলেট জোহানসন রয়েছে ছবিতে।

১৯১৭

Oscar Nominations ১৯১৭ -ছবির একটি দৃশ্য।

শাম মেন্ডেস-এর ওয়ার ড্রামা সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাহলে। ১৭ জানুয়ারি রিলিজ হয়েছে ১৯১৭।

ওয়ানস আপন এ টাইম ইন হলিউড

কোয়ান্টিন ট্যারেন্টিরো পরিচালিত ওয়ানস আপন এ টাইম ইন হলিউড দেখা যা‌চ্ছে ইউটিউবে। মাত্র ১২০ টাকার বদলে ইউটিউবে দেখতে পারেন আপনিও। এছাড়াও আমাজন প্রাইম ভিডিও-তে স্ট্রিম হচ্ছে এই ছবি। ১৪ ফেব্রুয়ারি ভারতে ফের মুক্তি পাচ্ছে ওয়ানস আপন এ টাইম ইন হলিউড। সুতরাং, থিয়েটারে দেখাও স্বাদও মিটতে পারে।

আরও পড়ুন, অস্কার ২০২০: কে জিতলেন, কী জিতলেন, এক নজরে

প্যারাসাইট

parasite প্যারাসাইট ছবির একটি দৃশ্য।

বিভিন্নভাবে প্রশংসিত কোরিয়ান ছবি প্যারাসাইট ভারতে মুক্তি পেয়েছে ৩১ জানুয়ারি। বঙ জুন-হ এই ছবির পরিচালক।

Netflix Oscar
Advertisment