Advertisment
Presenting Partner
Desktop GIF

Tollywood:  চেতলায় নতুন জিমের উদ্বোধনে ফিরহাদ হাকিমের ভয়ঙ্কর বক্সিং! পেছনে দাঁড়িয়ে হাসছেন জিৎ - অঙ্কুশ

যদিও জিৎকে চেতলার পুজোয় দেখা যায়। সেই ক্লাবের সঙ্গেও তাঁর দারুণ সম্পর্ক। কিন্তু! আজ সেই জিমে গিয়ে কেউ ব্যায়াম তো করলেন-ই না। উল্টে, হাত পা ছোড়াছুড়ি করতে করতেই সময় কেটে গেল তাঁদের। হল হাসাহাসিও। সবথেকে বেশি নজর কাড়লেন ফিরহাদ খোদ। কারণ, সমস্ত তারকাদের টপকে তিনি যা করলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jeet, firhaad hakim, jishu, ankush hazra, jeet news, jishu Sengupta, Tollywood

দেখুন সেই ভিডিও...

জিম উদ্বোধন হল চেতলা অগ্রণীতে। পুজোর আগে আগেই নতুন জায়গার শুরু হল সেখানে। উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম এবং অন্যান্য টলিপাড়ার তারকারাও। সেখানে যা কান্ডকীর্তি হল...

Advertisment

চেতলা অগ্রণী জিম উদ্বোধনে একাধিক তারকাকে মজা করতে দেখা গেল। জিমের নামে তাঁরা যে খেল দেখালেন তাতে চমকে যেতে হয়। কেন? ফিরহাদের পাশাপাশি দেখা গেল জিৎ, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকেও। সেখানেই খোশমেজাজে সব তারকা। যেখানে, জিৎকে কোনও পুরস্কারের মঞ্চে দেখা যায় না, সেখানে কিনা জিম উদ্বোধনে দেখা গেল তাঁকে?

যদিও জিৎকে চেতলার পুজোয় দেখা যায়। সেই ক্লাবের সঙ্গেও তাঁর দারুণ সম্পর্ক। কিন্তু! আজ সেই জিমে গিয়ে কেউ ব্যায়াম তো করলেন-ই না। উল্টে, হাত পা ছোড়াছুড়ি করতে করতেই সময় কেটে গেল তাঁদের। হল হাসাহাসিও। সবথেকে বেশি নজর কাড়লেন ফিরহাদ খোদ। কারণ, সমস্ত তারকাদের টপকে তিনি যা করলেন...

প্রথমেই তাঁকে দেখা গেল পঞ্চিং ব্যাগে লাথি মারতে। সেটি মারতে গিয়ে চটি খুলে এগিয়ে গেলেন তিনি। তাঁর সেই একশন দেখে হেসে খুন জিৎ এবং অঙ্কুশ। তাঁরা যেন বলার ভাষা হারিয়ে ফেলেছেন। এখানেই শেষ না। এবার পালা জিতের। ববিকে দেখে তিনিও অনুপ্রাণিত হয়ে সোজা একটা পাঞ্চ করতে গেলেন। তারপর?

জিৎকে অঙ্কুশকে টেক্কা দিয়ে ফিরহাদ সোজা ওয়েট তুলতে ব্যস্ত। তাঁকে হা করে দেখছেন বাকি সকলে। এখানেই শেষ না। যেভাবে যীশু ববি হাকিমের পেছনে পেছনে ঘুরছেন সেটি আরও হাস্যকর। যদিও এই ভিডিও নজরে আসার পর থেকে বেশিরভাগ লোক বলছেন, কীসব হচ্ছে? এরা কি করছে? কেন করছে? এখানেই শেষ না।

এসবের মধ্যে জিৎকে দেখে একদল বলছেন, কেন এসবের মধ্যে উনি আসতে গেলেন। আবার কেউ কেউ এমন বললেন, জিৎ দা আপনাকে এদের সঙ্গে মানায় না।

Ankush Hazra bollywood jeet Entertainment News
Advertisment