/indian-express-bangla/media/media_files/2025/02/27/cWLY1LuJPKORTdfsF7ZI.jpg)
Chhava-Bollywood: ছাভা দেখানোর সময় লাগল আগুন... Photograph: (ফাইল চিত্র )
ভিকি কৌশল এর সাফল্য এখন আকাশছোঁয়া। কারণ, ব্লকবাস্টার হিটের চেয়ারে বসে রয়েছেন তারকা। পর্দার সম্ভাজি মহারাজের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, এবছরের প্রথম হিট ছবি দিয়ে দিয়েছেন তিনি। ছাভা ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে মাত্র ১৩ দিনে।
গতকাল মহা শিবরাত্রি উপলক্ষে দেশের নানা শহরে শো সংখ্যা এবং মানুষের উপস্থিতি আরও বেড়েছে। একে তো ভিকির অভিনয়, তাঁর সঙ্গে ছবির গল্প এমন এক মারাঠা সম্রাটকে নিয়ে যিনি ইতিহাসের পাতায় বেশ জনপ্রিয়। কেন্দ্রীয় শাসকদলের তরফে অনেকেই ভিকির প্রশংসা করেছেন। কিন্তু, বুধবার সিনেমা চলাকালীন দিল্লির একটি শপিং মলে অগ্নিকাণ্ড ঘটে যাওয়াতেই হইহই কান্ড।
ঘটনাস্থলে পৌঁছায় প্রায় ৫টি দমকল। বিকেলবেলা এই ঘটনা ঘটে। শপিং মলে আগুন লাগা বর্তমানে খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দিল্লির সিলেক্ট সিটিওয়াক মলের পিভিআর সিনেমায় শো চলাকালীন, পর্দার একটি কোণে আগুন লেগে যায়। ৪:১৫ নাগাদ ঘটনা ঘটে। এবং দমকল বাহিনীর কাছে খবর যায় ৫টা নাগাদ। তাঁর আগে সিনেমাহলের কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা করে।
Fire broke out in Screen during the screening of #Chhavaa
— Telangana News Point (@mediainfodesk) February 26, 2025
A fire broke out at PVR Select City Walk in Delhi.
The incident occurred in Audi-3, where people were watching the movie #Chhavaa when the fire started near the screen. It happened at 5:44 pm. pic.twitter.com/rHjnIfWhDX
কী হয়েছিল আসলে?
সেই মলের মুখপাত্র সূত্রে খবর, শর্ট সার্কিটের কারণেই সেই আগুন লাগে। এবং মলের তরফ থেকে সবরকম সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল। উপস্থিত দর্শকদের সহযোগিতা করা হয়েছিল। যদিও, বা প্রাণনাশের ঘটনা ঘটেনি। এবং মলের সুরক্ষা আরও বাড়ানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী মারফত খবর, হলের লোকেরা যেই বুঝতে পারেন যে আগুন লেগেছে তাঁরা সঙ্গে সঙ্গেই চিৎকার করতে শুরু করেন। তবে খুব বড় দুর্ঘটনা ঘটে নি। বরং আগুন লাগার সঙ্গে সঙ্গে সকলেই সতর্ক হয়ে যান।