Chiranjeet Chakraborty: 'কিছু এদিক ওদিক হলেই আপত্তি..', রেগে আগুন চিরঞ্জিত, কী এমন ঘটল ছবির শুটিং নিয়ে?

Chiranjeet Chakraborty: ইন্ডাস্ট্রিতে গিল্ডের সঙ্গে পরিচালকদের সমস্যা ক্রমাগত বেড়েই চলেছে। একের পর এক পরিচালক, নানাভাবে শুটিং থেকে ব্যাহত হচ্ছেন। টেকনিশিয়ান এবং ফেডারেশনের এই সমস্যায় জেরবার পরিচালক সমাজ।

Chiranjeet Chakraborty: ইন্ডাস্ট্রিতে গিল্ডের সঙ্গে পরিচালকদের সমস্যা ক্রমাগত বেড়েই চলেছে। একের পর এক পরিচালক, নানাভাবে শুটিং থেকে ব্যাহত হচ্ছেন। টেকনিশিয়ান এবং ফেডারেশনের এই সমস্যায় জেরবার পরিচালক সমাজ।

author-image
Anurupa Chakraborty
New Update
  Chiranjit Chakraborty, চিরঞ্জিত চক্রবর্তী, Tollywood controversy ,Tollywood directors guild conflict, টলিউড গিল্ড সমস্যা, Tollywood shooting disruption, Federation vs Directors Guild, Tollywood technicians issue, Artist Forum Tollywood, Tollywood film shooting issues, TollywoodNews, ChiranjitSpeaks, DirectorVsGuild, BengaliCinema, TollywoodUpdate, FilmShootDispute, টলিউড, ShatruMovie, GuildFederationConflict

কী এমন বললেন চিরঞ্জিত? Photograph: (file)

Chiranjeet Chakraborty- Tollywood: চিরঞ্জিত চক্রবর্তী অর্থাৎ দীপক বাবু, বর্তমানে বেশ ব্যস্ত। কারণ তিনি শুটিং এর কাজ শুরু করতে চলেছেন। তবে, বর্ষীয়ান এই অভিনেতা, পরিচালক হিসেবেও দারুণ জনপ্রিয়।  এদিকে, ইন্ডাস্ট্রিতে গিল্ডের সঙ্গে পরিচালকদের সমস্যা ক্রমাগত বেড়েই চলেছে। একের পর এক পরিচালক, নানাভাবে শুটিং থেকে ব্যাহত হচ্ছেন। টেকনিশিয়ান এবং ফেডারেশনের এই সমস্যায় জেরবার পরিচালক সমাজ। শুটিংয়ে নানাভাবে তাঁরা বাধা পাচ্ছেন। এমনকি, কিছুদিন আগে পরিচালক সুদেষ্ণা রায়ও জানিয়েছেন, তাঁর নতুন ছবির কাজ একেবারেই ব্যাহত।

Advertisment

এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে চিরঞ্জিত চক্রবর্তীর ( Chiranjit Chakraborty ) কাছে ফোন গেলে তিনি নানা কথা বলেন। গিল্ড বনাম পরিচালকের এই দ্বন্দ্ব নিয়ে তিনি বলছেন, আমি জানি অনেকেই হাত মিলিয়ে নিয়েছিল। আলাদা দল করে নিয়েছিল। শুধু কবি আর অনির্বাণ সেই দলে যায়নি বলেই আমি জানি।" কিন্তু, বর্তমানে ফেডারেশনের যা প্রভাব এবং প্রতিপত্তি, যে হারে পরিচালকরা সমস্যার মুখোমুখি হয়েছেন, তাঁরা যখন ইন্ডাস্ট্রিতে শুরু করেছেন কাজ, তখন এসব হত? অভিনেতার কথায়, "হ্যাঁ হত! অনেক সময় টেকনিশিয়ানদের পেমেন্ট নিয়ে সমস্যা হত, সেগুলো সব সলভ করা হতো। আমাদেরও আটকে যেত। আর্টিস্ট ফোরামকে ( Artist Forum ) দিয়ে ম্যানেজ করে আমাদের তারপর সব ক্লিয়ার হত। গিল্ড এবং ফেডারেশন যেমন থাকার, ঠিক তেমনই আছে। কিন্তু সমস্যা হচ্ছে, যে নিয়মগুলো যে অদ্ভুত নিয়মগুলো বানানো হয়েছিল,  সেগুলো এখন ভীষণভাবে পালন করা হচ্ছে, আগে সেটা হত না।"

আরও পড়ুন  -  Amitabh Bachchan: ২১ বছরের এক যুবকের কেরিয়ার শেষ হয়ে গেল অমিতাভের জন্য! আজও আক্ষেপের সুর খলনায়কের...

এখানেই শেষ না। টেকনিশিয়ানদের সঙ্গে তাঁদের দারুণ সম্পর্ক। আগেও ছিল এখনও আছে। কিন্তু, বেশ কিছু অভিজ্ঞতার কথা তিনি শোনালেন। তারপর, সেই প্রসঙ্গেই বললেন... "অনেকসময় কী হয়, আমাদের সঙ্গে হয়তো মেকাপ আর্টিস্ট যাচ্ছেন। এবার, সেখানে গিয়ে হয়তো দুদিন সে বসে রইল, কাজ হল না। হয়তো বলল, আগামীকাল থেকে শুটিং হবে। এবার, ব্যাপারটা হচ্ছে সে তো কাজে এঙ্গেজ। ওই যে টোটাল দিন, সেটার টাকা আর্টিস্ট ছেড়ে দিতে পারেন। কিন্তু, টেকনিশিয়ান পারেন না, গিল্ডের ( Guild And Federation ) নিয়ম অনুযায়ী। কিছু হয়তো ওরা বলে, যে বৃষ্টি হয়েছে বা কিছু। কিন্তু শিডিউলে যদি গন্ডগোল করে, মানে ইচ্ছে করে বসিয়ে রেখেছে। তাহলে কিন্তু সমস্যা। আমার সঙ্গে হয়েছে এহেন কান্ড!"

Advertisment

অভিনেতা জানান বিখ্যাত ছবি শত্রুতে তিনি কাজ করেছিলেন। সেখানে বোলপুরে নিয়ে গিয়ে, তাঁর সঙ্গে যে এমন হবে, অভিনেতা বলেন, "আমায় চারদিন বসিয়ে রেখেছিল বোলপুরে কাজের জন্য নিয়ে গিয়ে। আমি বললাম,  যে আমায় বসিয়ে রাখা যাবে না। আমি চার্জ করলাম ওদের, যে আমায় টাকা দিতেই হবে। এবং ওরা দিতে বাধ্য হল। নাহলে ওরা দিত না। কিন্তু, টেকনিশিয়ানদের ক্ষেত্রে সেটা দিতেই হবে। কারণ, ওটা এখন স্বরূপ দেখে। গিল্ডের এই ক্ষমতাটা এখন অনেক বেড়ে গিয়েছে। একটু এদিক ওদিক হলেই ওরা আপত্তি করছে। শুধু তাই নয়। গিল্ড নিয়ে যারা খারাপ কথা বলেছে কেউ, তাঁদের নিয়েও ওরা অনেককিছু করে। মতবিরোধ হয় অনেকটাই। কিন্তু, অনেক পরিচালক ঠিক করে নিল। সৃজিত মুখোপাধ্যায় দিব্যি শুটিং করছেন। শিবু নন্দিতা শুটিং করছেন। কৌশিক শুনলাম শুটিং শুরু করছে। জয়দীপের সমস্যা হয়েছিল, অচিন্ত্য আইচের জন্য। আমার মনে হয় ওরা সারেন্ডর করেছে। এবার দেখা যাক।"

tollywood tollywood news chiranjit