ইন্ডাস্ট্রির বুকে স্টার কারা রয়েছেন? এখন সবথেকে বড় প্রশ্ন ওটাই। আদৌ সুপারস্টার কারা? দু চারটে ছবি হিট করলেই সেই সুপারস্টার! নাকি, এর পেছনে আরও অনেক কারণ রয়েছে? স্টারডম কাকে বলে? জানালেন চিরঞ্জিত।
একসময়, ইন্ডাস্ট্রিতে গোল্ডেন এরার সদস্য তিনিও ছিলেন। কাজ করেছিলেন অনেক নামজাদা পরিচালকের সঙ্গে। কিন্তু, বর্তমানে স্টার আছে বলে তিনি মনে করেন না। একজনের নাম নিলেন বটে। তবে, সেটি শুনলে চমকে যেতে হয়। আগেই জানিয়েছেন প্রসেনজিৎ একা নয়। বরং ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গিয়েছেন সকলেই। তাই বলে বুম্বার সাফল্য ছোট বিষয় নয়। কিন্তু, এবার প্রকাশ্যেই জানালেন এমন একজনের কথা যিনি তাঁর চোখে সুপারস্টার।
সুপারস্টার হওয়ার সঙ্গে সময়ের এক বিরাট সংযোগ রয়েছে। অর্থাৎ? ঠিক সময়ে শুটিংয়ে গেলে সে সুপারস্টার নয়? চিরঞ্জিত এর কথায় ঠিক এমনটাই বোঝা গেল। প্রসঙ্গে টানলেন রাজেশ খান্নার। সঞ্চালক শাশ্বত এর বিরোধিতা করেই বললেন, "কিন্তু বচ্চন সাহেব তো ঠিক সময়ে শুটিংয়ে যায়। উনি কি স্টার নয়?" এর প্রেক্ষিতেই তিনি বলেন, "এটা তুমি ঠিক বলেছো যে উনি সময়ে যায়। তবে আমি আবার উৎপল দার কাছ থেকে শুনেছি অন্য গল্প। যে কীভাবে সকলে ওর জন্য অপেক্ষা করত। তো, আমার সঙ্গে এসব কিছুই যায় না। আমি মধ্যবিত্ত। ঠিক সময়ে যেতাম।" কিন্তু.. এবার তিনি নায়িকা সংবাদ দিলেন।
আরও পড়ুন - ‘বিভীষিকা! স্কুলের মাইনে দেওয়াও…’, ছোটপর্দা থেকে কেন সরলেন ‘মা’ ধারাবাহিকের তিথি?
নায়কদের থেকে ভাল নায়িকাদের কান্ড কীর্তি কে জানবেন? একসঙ্গে কাজ করতে করতে এক পরিবার, হয়ে যান তাঁরা। ঋতুপর্ণার এমনিও অনেক বাহানা থাকে একথা বলেন অনেকেই। প্রসেনজিৎ নিজেও বলেছিলেন, বাড়িতে থেকে ঋতু ফোন ধরে বলতেন যে বেরিয়ে গিয়েছেন। তবে, ব্যতিক্রম নয় চিরঞ্জিত নিজেও। অর্থাৎ...
অভিনেতা বলেন, "আমাদের ইন্ডাস্ট্রিতে একটাই স্টার আছে। সেটা হল ঋতু। আমি চোখের সামনে দেখেছি। ওর স্টারডাম। কেন বলি? ও ঠিক সময়ে শুটিংয়ে পৌঁছায় না। এবং তাতে কারওর কিছু করার নেই। আমি এই একজনকেই দেখেছি।" তিনি এটুকু বলেই হেসে ফেলেন। যদিও, এখানে শেষ নয়। এরপর তিনি সুচিত্রা সেন স্মরণে বলেন, ম্যাডাম সেন পারতেন এরম স্টারডম ধরে রাখতে। আর কেউ না।