/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/Chitrangda.jpg)
চিত্রাঙ্গদা সিং
বিমানসেবিকার ঔদ্ধত্যে বিরক্ত চিত্রাঙ্গদা সিং। সম্প্রতি এক বিমানসফরের সময়ে নিজে সাক্ষী থেকেছেন এমন বাজে আচরণের। আর সেই প্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করলেন অভিনেত্রী।
কী ঘটেছিল সেদিন বিমানের অন্দরে? সেই ভিডিও শেয়ার করে চিত্রাঙ্গদা জানান, এক যাত্রীর সঙ্গে প্রচণ্ড উদ্ধত আচরণ করেন ওই এয়ারহোস্টেস। এহেন আচরণ একেবারেই কাম্য নয়। বিমানে সফরকালীন কোনও যাত্রীর কিছু অসুবিধে হচ্ছে কিনা, সেটা দেখার দায়িত্ব এবং সমস্যা দূরীকরণের দায়িত্ব বর্তায় একজন বিমানসেবিকার ওপর। কিন্তু সাহায্য করার পরিবর্তে যখন কেউ উদ্ধত্য আচরণ করেন কিংবা ব্যবহার করে বসেন, সেটা কখনোই কাম্য নয়। ওই বিমানের সফরসঙ্গী হওয়ার সুবাদে গোটা বিষয়টা কাছ থেকে ভালভাবে প্রত্যক্ষ করেন চিত্রাঙ্গদা। শুধু তাই নয়, নিজের মোবাইলেই গোটা বিষয়টার ভিডিও করেন।
ইনস্টা স্টোরিতে সেই ভিডিও শেয়ার করে চিত্রাঙ্গদার মন্তব্য, গো এয়ার-এর ৩৯১ নম্বর বিমান, যেটা কিনা মুম্বই থেকে দিল্লির উদ্দেশে যাচ্ছিল, "সেই উড়ান সফরে সেবিকাদের সবথেকে খারাপ আচরণ প্রত্যক্ষ করলাম।" চার চারজন বিমানসেবিকার নাম নিয়ে চিত্রাঙ্গদার সপাট মন্তব্য, "দয়া করে কেউ ওদের একটু ভাল ব্যবহার শেখান। প্রথমবার এত খারাপ আচরণের সাক্ষী থাকলাম। খুবই হতাশাজনক! আমাকে এয়ার ইন্ডিয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিল।"
<আরও পড়ুন: ‘চাকদা এক্সপ্রেস’-এর জন্য কড়া হোমওয়ার্ক অনুষ্কার, নেট প্র্যাকটিসে রোজ ঘাম ঝরাচ্ছেন, দেখুন>
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/Chitrangdaa.jpg)
ওই পোস্টেই রিকু সিং, জ্যামি, ক্রিস্টোফার ও মিনাল বলে চার বিমানসেবিকার নামোল্লেখ করেছেন চিত্রাঙ্গদা। এরপর তিনি এও বলেন যে, আমার সঙ্গে অবশ্য এহেন অভব্য আচরণ করেননি ওঁরা। তবে আমার পাশে যিনি বসেছিলেন, তিনি শত বিনম্র ব্যবহার করা সত্ত্বেও তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন সংশ্লিষ্ট বিমানসংস্থার সেবিকারা।
প্রসঙ্গত, চলতি সপ্তাহেরই গোড়ার দিকে এই বিমানসংস্থার বিরুদ্ধে খারাপ অভিজ্ঞতার অভিযোগ তোলেন অভিনেতা আর্য বব্বর। যেখানে ওই বিমানচালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন