/indian-express-bangla/media/media_files/2024/11/30/iqq1rQyu8vWrjuTNCgd8.jpg)
অনন্যার DNA টেস্ট কেন করাতে চাইছেন চাঙ্কি পাণ্ডে?
Chunky Wants Ananya DNA Test : বলিউড ডিভা অনন্যা পাণ্ডে নানা কারণে বেশ কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন। লেটেস্ট রিলিজ Call Me Bae সিরিজে অনন্যার অভিনয়ের ভুঁয়োশি প্রশংসা করেছেন দর্শক থেকে সমালোচক। মেয়ের অভিনয় দেখে মুগ্ধ অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডেও। তারকা সন্তান হওয়ার দরুণ 'নেপো কিড' তকমাও লেগেছে তাঁর গায়ে। এছাড়াও প্রেম-বিচ্ছেদ, বডি শেমিং এই সব বিতর্ক সামলে এখন Call Me Bae সিরিজের জন্য লাইমলাইটে অনন্যা পাণ্ডে। এই সিরিজ দেখার পর মেয়ের ফ্যান হয়ে গিয়েছেন চাঙ্কি পাণ্ডেও। কিন্তু, হঠাৎ মেয়ের DNA টেস্ট করতে কেন চাইলেন ড্যাডি কুল চাঙ্কি পাণ্ডে?
মেয়ের অভিনয় নিয়ে সর্বদাই স্বচ্ছ প্রতিক্রিয়া দেন চাঙ্কি। স্টুডেন্ট অফ দ্য ইয়ার থেকে কল মি বে, অভিনয়ের প্রশংসা যেমন করেন তেমনই খুঁত বলতেও পিছপা হন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা পাণ্ডের সঙ্গে ছিলেন তাঁর বাবা চাঙ্কি পাণ্ডেও। অকপটে তিনি বলেন, অভিনেত্রী হিসেবে উচ্চ কণ্ঠস্বর মানানসই নয়। অনন্যা তাঁর বাবাকে চ্যাট শোয়ে জিজ্ঞাসা করেন, অভিনেত্রী হিসেবে তিনি কেমন?
চাঙ্কি পাণ্ডে মজা করে বলেন, 'অন স্ক্রিন না বাড়িতে? মা তো ভাবে আমি অন স্ক্রিনের থেকে বাড়িতে ভাল অভিনয় করি।' এই কথা শুনে তো হেসে খুন বাবা-মেয়ে দুজনেই। এরপর অনন্যাও হাঁড়ির খবর ফাঁস করে দেন। তিনি বলেন, 'আমার আর বাবার মধ্যে ঝামেলা হলে মা বলেন এটা সিনেমার জন্য বাঁচিয়ে রাখ।' 'কল মি বে'-সিরিজের কথা চ্যাট শোয়ে বারবার বলেছেন চাঙ্কি।
শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকের আকর্ষণকে ধরে রাখতে পেরেছেন অনন্যা। মেয়ের প্রতিভা তাঁকে মুগ্ধ করেছে। এমন কাজ তো তিনি নিজে একজন অভিনেতা হিসেবে করেছেন বলে মনে করতে পারছেন না। মেয়ের অসাধারণ প্রতিভার পরিচয় পেতেই DNA টেস্ট করতে চাইলেন অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডে। তবে যে বিষয়টায় বারবার ফোকাস করেছেন, অনন্যার কণ্ঠস্বর। নিজেকে আরও ভাল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে কণ্ঠস্বরে পরিবর্তন আনার পরামর্শ চাঙ্কির।
'Vijay 69' -এ অনুপম খেরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন চাঙ্কি পাণ্ডে। অন্যদিকে অনন্যাকে শেষ দেখা গিয়েছে বিক্রমাদিত্য মোতওয়ানের 'CTRL'-এ। এছাড়াও হাতে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট, চান্দ মেরা দিল, লক্ষ্য লালওয়ানি। ২০২৫- এ মুক্তির অপেক্ষায় অনন্যার ছবি।
আরও পড়ুন : অভিনয়ে অনীহা না বড় কোনও ভবিষ্যৎ প্ল্যান? নেপথ্যে কোন কারণ?