রবি ঠাকুর থেকে খেলা হবে... করণ জোহরের রিকি আউর রানীতে বাংলা তথা বাঙালিকে বোঝাতে গিয়ে বেশ কিছু মাইন্ডগেম খেলেছেন পরিচালক। আবার উঠে এসেছে ভোট প্রসঙ্গও। একঝাঁক তারকা, বাংলা থেকে টোটা এবং চূর্ণী গঙ্গোপাধ্যায় রয়েছেন। ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই হইচই! কেন?
Advertisment
রবিঠাকুরকে আলিয়ার ঠাকুরদা ভেবে বসেন রণবীর। কবিগুরুকে নিয়ে এহেন ছেলেখেলা? রেগে আগুন বাংলার মানুষজন। এখানেই শেষ নয়, কখনও তিনি বলছেন ভোটিং শুধু বিগ বসের ঘরে হয় আবার কখনও বাঙালির সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। বিশ্বকবিকে এই বিশ্বে চেনেন না এমন মানুষ আদৌ আছে? নাকি করণ জোহর বাঙালিকে হ্যাটা করতে একাজ করেছেন? এ প্রসঙ্গে রানীর মা অর্থাৎ চূর্ণী গঙ্গোপাধ্যায় পক্ষ নিয়েছেন রণবীরের তথা রকির।
বাঙালির ঘরে ঘরে তাঁকে ঠাকুর তথা ঈশ্বর হিসেবে পুজো করা হলেও সারাদেশের মানুষ যারা বাংলার সংস্কৃতির মধ্যে বড় হননি তাদের কাছে রবিঠাকুর অজানা হতে পারে বলেই দাবি করেছেন তিনি। এক সাক্ষাৎকারে বলেন, "একজন মানুষ যে বাংলার সংস্কৃতির সঙ্গে কোনোভাবে জড়িয়ে নেই সে রবিঠাকুরকে পরিবারের ঠাকুরদাদা বলেই মনে করবে। আমার মনে হয় না, যে এতে কোনও ভুল বা দোষ আছে। একজন বাঙালি যে রবীন্দ্রনাথকে চিনতে পারেন নি এমনটা নয়। তাহলে না হয় দোষের জায়গা ছিল। আমার মনে হয়, সেদিন দিয়ে বিচার করলে এতে কোনও ত্রুটি নেই।"
সামনেই রিলিজ এই ছবির। চুটিয়ে প্রমোশন করছেন আলিয়া এবং রণবীর। সবথেকে বেশি নজরে এসেছে আলিয়ার শাড়ি। দীর্ঘদিন পর আলিয়ার শাড়ির রং মনে ধরেছে মানুষের। কিন্তু, আদৌ চট্টোপাধ্যায় বনাম রন্ধাওয়া মানুষের মনে জায়গা নিতে পারে কিনা এটাই দেখার।