Advertisment
Presenting Partner
Desktop GIF

'নতুন বার্বি নাকি?' গোলাপি পোশাকে মুখ্যমন্ত্রী! হাঁ হয়ে তাকিয়ে রয়েছেন শ্রীলেখা

মুখ্যমন্ত্রীর নতুন রূপে মুগ্ধ শ্রীলেখা!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
CM attire AI as barbie, sreelekha mitra reacted, mamata banerjee

শ্রীলেখা কী বলছেন?

চারিদিক কেবলই গোলাপী, দেশের নানা প্রান্তে গোলাপী পোশাক পড়ে ঘুরে বেড়াচ্ছেন বার্বি লাভাররা। আর সেই ফলেই এবার সামিল হয়েছেন রাজনীতিবিদরা! না, আসলেই যে তারা এই গোলাপী উৎসবে জুড়েছেন এটি সত্যি না হলেও, AI তাদেরকে টেনে এনেছে এই খাতে।

Advertisment

কেজরিওয়াল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। AI নিজের মত করিয়ে গোলাপী পোশাকে তাঁদের সাজিয়ে নিয়েছেন। বলাই বাহুল্য, তাঁদের বেশ সুন্দর লাগছে দেখতে। এবং একথাও, অস্বীকার করার নয় মমতা বন্দ্যোপাধ্যায় এর AI ভার্সন বেশ নজর কেড়েছে সকলের। নজর এড়ায়নি অভিনেতা অভিনেত্রীদের। আর, যখন এহেন সুন্দর রূপে মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে, তখন সেই নিয়ে শ্রীলেখা মন্তব্য করবেন না এ আবার হয় নাকি?

আরও পড়ুন < ফোনের পর ফোন করেও উত্তর নেই, কাছের মানুষের জন্য নিজেকে বিকিয়েছিলেন ঐশ্বর্য সেন! >

বর্তমানে রাজনৈতিক মন্তব্য খুব একটা করতে দেখা যায় না তাঁকে। মনে অনেক কিছু থাকলেও শব্দের মাধ্যমে সেই ভাবনা সমাজ মাধ্যমের পাতায় ফুটিয়ে তোলেন না তিনি। তবে, এবার যেন নিজেকে চুপ রাখতে পারলেন না। কারণ? শ্রীলেখা মমতার সেই ছবি শেয়ার করে লিখলেন, "ওমা! ইনি আবার কে? ম্যাতেলের নতুন বার্বি? আমি কিন্তু ইনোসেন্ট হয়ে জিজ্ঞেস করলাম।"

অভিনেত্রীর কথা মাটিতে পড়তে না পড়তেই তাঁকে আক্রমণ করলেন দিদির অনুরাগীরা। কেউ বললেন, দিনের শেষে উনি কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী। আবার কেউ বললেন, এই জন্য আপনি মহানায়ক পান না। আবার কারওর কথায়, কালীঘাটে আসুন, বুঝতে পারবেন।

বার্বি ফিভারে আক্রান্ত গোটা বিশ্ব। গোলাপি পোশাক পরে তারকারা গিয়েছিলেন এই সিনেমা দেখতে। যদিও, খুব একটা কারওর মনেই জায়গা করতে পারেনি এই ছবি। কিন্তু, তাও! মুখ্যমন্ত্রীকে এভাবে দেখে বেশ মজা পেয়েছেন নেটপাড়ার সকলে।

tollywood Mamata Banerjee Sreelekha Mitra Entertainment News
Advertisment