কোটি কোটি ভারতবাসীর পাশাপাশি সুরের সম্রাজ্ঞীর প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ''তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল', ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর।
Advertisment
শোকবার্তায় মুখ্যমন্ত্রী এদিন লিখেছেন, ''ভারতের প্রয়াত আইকন, ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার হৃদয়গ্রাহী শ্রদ্ধা জানাই। তাঁর পরিবার এবং কোটি কোটি গুণমুগ্ধের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ভারতের নাইটিঙ্গেলের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছি। গোটা পৃথিবী জুড়ে তাঁর সমস্ত ভক্ত এবং অনুগামীদের মতো, আমিও তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ হয়েছিলাম এবং কৃতজ্ঞ বোধ করেছিলাম। তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল।''
এদিকে, লতা মঙ্গেশকরের প্রয়াণে দু'দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শোকবার্তায় লিখেছেন, ''লতা দিদির কাছ থেকে সবসময় অগাধ স্নেহ পেয়েছি। এটাকে আমি আমার সম্মান বলে মনে করি। তাঁর সঙ্গে আমার সব স্মৃতি অবিস্মরণীয় থাকবে। লতা দিদির প্রয়াণে গোটা ভারতবাসীর পাশাপাশি আমিও শোকাহত। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। সমবেদনা জানিয়েছি। ওম শান্তি।” টুইটে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ''ভারতরত্ন লতাজির কৃতিত্ব অতুলনীয় থাকবে।''