Mamata-Pratul Mukhopadhyay: 'বিদেহী আত্মার শান্তি কামনা করছি', প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধাজ্ঞাপন

CM On Pratul Mukhopadhyay: শনিবার প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ আপামর বাঙালি। কিংবদন্তী শিল্পীর মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Mamata Banerjee Tribute To Pratul Mukhopadhyay: শনিবার ভোরে জীবনাবসান হয় প্রখ্যাত সংগীতশিল্পী ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায়ের। রোগের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর তাঁরই গানের পঙক্তি মেনে যেন এক অচেনা সাগরে ডিঙা ভাসালেন প্রবাদপ্রতিম শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সংগীত জগৎ।

Advertisment

চোখের জলে বিদায় জানালেন তাঁর পরিবার ও কাছের মানুষরা। প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেন। রবীন্দ্রসদনে তাঁকে শ্রদ্ধা জানান মমতা। গান স্যালুটে চিরবিদায় প্রতুল মুখোপাধ্যায়ের। বিদেহী আত্মার শান্তি কামনা করছেন সংগীত দুনিয়ার প্রতিটি মানুষ সহ আপামর বাঙালি। 

Advertisment

শ্রদ্ধা নিবেদনের পর সোশ্যাল মিডিয়ায় প্রয়াত শিল্পীর গানের পঙক্তির উল্লেখ করেই একটি পোস্ট শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। বিষাদের সুরে তিনি লিখেছেন, 'ডিঙ্গা ভাসাও সাগরে সাথীরে / ডিঙ্গা ভাসাও সাগরে, পূবের আকাশ রাঙ্গা হল সাথী / ঘুমায়োনা আর, জাগো রে।' প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠের মূর্ছনায় বাংলা সঙ্গীত জগত প্রাণবন্ত ও মুগ্ধ। তাঁর বাদ্যহীন কণ্ঠের জাদুতে বাক্‌রুদ্ধ সমগ্র সঙ্গীত জগত – সেই আধুনিক বাংলা গানের খ্যাতনামা শিল্পী, গীতিকার প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি শোকস্তব্ধ।'  

শ্রদ্ধা নিবেদন করে আরও লেখেন, 'আজ রবীন্দ্র সদনে তাঁর প্রতি জানালাম শেষ শ্রদ্ধা। আমি যেমন তাঁর একজন গুণমুগ্ধ ভক্ত, তেমনই তিনিও আমার খুব কাছের মানুষ। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং সঙ্গীত জগতে তাঁর সুরেলা কণ্ঠের গায়কি আজীবন থেকে যাবে আমাদের মননে। আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গান স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা জানায় আপামর বাঙালি। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।' অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালেও দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায়। 

মন্ত্রী অরূপ বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান, ১১.৪০ নাগাদ প্রতুল মুখোপাধ্যায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩। বেশ কয়েকদিন ধরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। বেলা দুটো দশ নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে বার করা হয় শিল্পীর মরদেহ। দেহদান করে গিয়েছেন। তাই সেখান থেকে দেহ ফের নিয়ে আসা হয় এসএসকেএম-এ। উল্লেখ্য, বাংলা গান যতদিন থাকবে ততদিন 'আমি বাংলায় গান গাই' বাঙালির মুখে মুখে ফিরবে।

CM Mamata Bengali Song Bengali Music CM Mamata banerjee Pratul Mukhopadhyay