/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/Bappi-Mamata.jpg)
সঙ্গীতশিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সুরের আকাশে ফের নক্ষত্রপতন। অবস্ট্র্যাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় চিরঘুমের দেশে ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী। মঙ্গলবার রাতে জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী গায়ক-সুরকার। গত বছর এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপ্পি।
২৯ দিন ধরে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন বাপ্পি লাহিড়ী। সুস্থ হয়ে সদ্য ১৪ ফেব্রুয়ারি বাড়ি ফিরেছিলেন। কিন্তু পরদিন থেকেই ফের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যআওয়া হলে সেখানেই মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের ডিস্কো কিং।
সঙ্গীতশিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, "কিংবদন্তী সুরকার ও সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। উত্তরবঙ্গের সন্তান আমাদের বাপ্পি লাহিড়ী অসামান্য প্রতিভা ও কঠোর পরিশ্রমে সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর সাঙ্গীতিক অবদানের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন। দীর্ঘ কয়েক দশক ধরে অবিস্মরণীয় সুরের জাদুতে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন।"
We had conferred on him our highest state civilian award “Bangabibhushan" and will continue to remember the genius. My sincere condolences.(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) February 16, 2022
"হিন্দি, বাংলা ছাড়াও তিনি তেলুগু, তামিল, কন্নড়-সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রের গানে সুরারোপ করেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে 'বিশেষ চলচ্চিত্র পুরস্কার', ২০১৫-য় স্পেশ্যাল লাইফ টাইম অ্যাওয়ার্ড, ২০১৬ সালে 'মহানায়ক' সম্মান এবং ২০১৭ সালে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদান করে।
আরও পড়ুন বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকাহত মোদী, বাংলায় টুইটে শোকবার্তা শাহের
তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বাপ্পি লাহিড়ীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"