Advertisment

তৃণমূল ভবনে মুকুলের সঙ্গে সাক্ষাৎ! যুব সভানেত্রী সায়নীর 'স্পেশ্যাল ক্লাস' নিলেন মমতা

যুব তৃণমূলের নয়া নির্বাচিত সভানেত্রীকে বিশেষ কী মন্ত্র দিলেন তৃণমূল সুপ্রিমো?

author-image
IE Bangla Web Desk
New Update
Saayoni ghosh, Mamata Banerjee

গেরুয়া শিবিরে তিন বসন্ত পার করে সদ্য তৃণমূলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন মুকুল রায় (Mukul Roy)। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে অভিষেক-পার্থ সকলেই উচ্ছ্বসিত। সেই প্রেক্ষিতেই শনিবার তৃণমূল ভবনে মুকুলকে স্বাগত জানাতে গিয়েছিলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। সেই সময়েই যুব তৃণমূলের (TMC) নয়া নির্বাচিত সভানেত্রীর স্পেশ্যাল ক্লাস নিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

দিন কয়েক আগেই তৃণমূল ভবনে গিয়ে যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে নিজের দায়িত্ব বুঝে নিতে গিয়েছিলেন সায়নী। দলের গুরুদায়িত্ব কাঁধে পড়ার পরই কোমর বেঁধে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের তারকা নেত্রী। শনিবার মুকুল রায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতের পর তৃণমূল সুপ্রিমোর কাছ থেকে কাজ সামলানোর বিশেষ টিপস পেলেন সায়নী ঘোষ।

publive-image
সায়নী ঘোষের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও

উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো নিজেও যুব সংগঠন থেকেই রাজনীতির অভিযান শুরু করেছিলেন। এদিন সেই অভিজ্ঞতা থেকেই সায়নী ঘোষকে উপদেশ দিলেন, সংগঠনের সকলকে একসঙ্গে নিয়ে উন্নয়নের পথে এগিয়ে চলার। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উপদেশ পেয়ে বাধ্য ছাত্রীর মতো উচ্ছ্বসিত যুব তৃণমূলের সভানেত্রী সায়নীও। দলনেত্রীর দেখানো পথেই উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

<আরও পড়ুন: ‘আয়ারাম-গয়ারাম বাংলার সংস্কৃতি নয়’, মুকুলের TMC প্রত্যাবর্তনে তীক্ষ্ণ খোঁচা ‘দলবদলু’ হিরণের>

সূত্রের খবর, সিনেজগৎ হোক কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অর্থাৎ নবীন প্রজন্মরা যাঁরা এইসময়ে রাজনৈতিক ময়দানের দিকে ঝুঁকছে, তাঁদের একবদ্ধ করার মন্ত্র সায়নীকে উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী।

বিশেষ কোনও আদেশ রয়েছে কিনা সেই বিষয়ে বিশদে দলনেত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যুব তৃণমূলের সভানেত্রী। এপ্রসঙ্গে সুপ্রিমো সাফ জানিয়ে দিয়েছেন যে, এই দুঃসময়ে সবার প্রথমে দেখা প্রয়োজন, সংগঠন যেন মানুষের স্বার্থে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। তাছাড়া, দলীয় কোনোও ব্যক্তির নিজস্ব কার্যকলাপে যাতে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট না হয়, সেদিকেও সায়নীকে কড়া নজর দিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সায়নী ঘোষের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bengali News mukul roy tmc Saayoni Ghosh Mamata Banerjee
Advertisment