Advertisment

Chris Martin-Coldplay: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দয়ালু ক্রিশ মার্টিন, ভক্তর খাতিরে গান থামিয়ে কী কাণ্ড করলেন Coldplay তারকা?

Chris Martin-Coldplay: ক্রিশ গোটা ভারত জুড়ে শো করছেন। প্রথমে মুম্বাই তারপরে Coldplay পৌঁছে গিয়েছিল গুজরাটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভারত সফর যেমন উপভোগ করছেন ক্রিশ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
chris martin-coldplay

ক্রিশ গতকাল আহমেদাবাদে যা করলেন... Photograph: ( ফাইল)

Coldplay Ahmdabad-Chris Martin: গুজরাটে কনসার্ট করেছিলেন ক্রিশ মার্টিন। সেখানে যে তাঁকে এমন রুপে দেখা যাবে আগেও কল্পনা করতে পারেননি কেউ। শো করতে করতেই দেখলেন, সামনের পরিস্থিতি ঠিক নয়। তারপরেই যা করলেন, তা তাঁর ভক্তদের কাছে মনে রাখার মত।

Advertisment

ক্রিশ গোটা ভারত জুড়ে শো করছেন। প্রথমে মুম্বাই তারপরে Coldplay পৌঁছে গিয়েছিল গুজরাটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভারত সফর যেমন উপভোগ করছেন ক্রিশ, ঠিক তেমনি কনসার্ট চলাকালীন তার দর্শকেরও খেয়াল রাখছেন। তখন উচ্চ স্তরে পারফর্ম করছেন তিনি। সামনে উন্মত্ত জনতা, করতে ব্যস্ত। কিন্তু যেই ক্রিসের নজরে পড়লে এমন এক দৃশ্য, সঙ্গে সঙ্গে তার হাই ভোল্টেজ পারফরম্যান্স থামিয়ে দিলেন তিনি। তিনি শিল্পী হলেও তার সহানুভূতি এবং উদ্বেগ যে নেতান্তই কম নয়, মানুষের কষ্ট যদি বুঝতে পারে সে কথা তিনি প্রমাণ করে দিলেন আহমেদাবাদে।

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গান গাইতে গাইতে হঠাৎ ভক্তদের রক্ষার জন্য কনসার্ট থামিয়ে দেন তিনি। ক্রিশকে দেখা যায়, তাঁর হাই লেভেল ভোকাল অনায়াসে থামিয়ে দিলেন তিনি। যেন বুঝতে পারছিলেন দর্শক আসনে, যে অত্যধিক মাত্রার ভিড় বাড়ছে তাতে কোন একজন ভক্তকে অসুবিধা শিকার হতে হচ্ছে। তিনি যাতে অত্যন্ত ভিড়ে চাপা না পড়ে যান, সেই কারণে দ্রুত হস্তক্ষেপ করেন। নিজের গান থামিয়ে কিছু মুহূর্তের জন্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এমনকি সেই ভক্তের যাতে কোনরকম অসুবিধা না হয়, সেইদিকে দৃষ্টি রেখেছিলেন তিনি। 

শিল্পী, গতকাল ভক্তদের নানান অনুরোধ রেখেছেন। শেষের সামনে যখন এক দম্পতিকে, ব্যানার হাতে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন এবং সেখানে একটি অনুরোধ লেখা ছিল, শিল্পী মুগ্ধ হয় তাদেরকে মঞ্চে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তারপর তাদেরকে সঙ্গে নিয়ে যে পারফরমেন্স তিনি দেন, তাদের মুগ্ধ হয়ে যান সকলে। যদিও একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজের মাধ্যমে।

Advertisment

গতকাল প্রজাতন্ত্র দিবস ছিল, এবং সেই উপলক্ষকে মাথায় রেখে, কৃষ বন্দেমাতরম এর একটি অসাধারণ উপস্থাপনা দিয়েছিলেন।

hollywood
Advertisment