শুটিং বন্ধ প্রায় ১২ দিন এবং এমনটাই চলবে অন্তত আরও ১৫ দিন, যদি না এর মধ্য়ে এদেশে আক্রান্তের সংখ্যা আরও বেড়ে যায়। তাই সব চ্যানেলেরই ধারাবাহিকের এপিসোডের ভাঁড়ার শূন্য। এক একটি চ্য়ানেল নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে তাদের অনুষ্ঠানসূচি কারণ দর্শক এখন আরও বেশি করে টিভি-মুখী হয়েছেন।
এই সময়ে বাড়িতে বন্দি হয়ে রয়েছে শিশুরা। তাদের কাছে অনেক বেশ কষ্টকর এই লকডাউন। তাদের কথা ভেবেই কালারস বাংলায় সকালে থাকছে দুটি ছোটদের শো-- 'গাট্টু বাট্টু' ও 'মোটু পাতলু'। সকাল ৯টা থেকে ১০টা পুরোপুরি শিশুদের জন্যেই রাখা হয়েছে।
আরও পড়ুন: আজ আমি যা, তার পুরোটাই ‘এক আকাশের নীচে’-র জন্য: দেবলীনা
আর সন্ধ্যায় প্রাইমটাইমে রয়েছে কালারস বাংলা-র দুটি জনপ্রিয় পৌরাণিক-ঐতিহাসিক ধারাবাহিক-- 'মহাপ্রভু শ্রীচৈতন্য' এবং 'মনসা'। যাঁরা প্রথম সম্প্রচার দেখেছেন, তাঁরা জানেন মহাপ্রভুর জীবন অবলম্বনে নির্মিত এই ধারাবাহিকে তাঁর জীবনের বেশ কিছু অলৌকিক ঘটনার উল্লেখও রয়েছে। শ্রীচৈতন্যের ভূমিকায় অভিনয় করেছেন শুভ রায়চৌধুরী।
'মনসা' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন চাঁদনি সাহা। মা মনসার স্বর্গ থেকে নির্বাসন, দেবীত্বের জন্য লড়াই এবং চাঁদ সদাগর-- সবকিছুই এসেছে এই পৌরাণিক ধারাবাহিকে। যাঁরা আগে দেখেননি এই ধারাবাহিকটি, তাঁরা এখন দেখে নিতে পারেন।
তবে শুধুমাত্র ধারাবাহিক নয়, কালারস বাংলা তাঁদের দর্শকের বিনোদনের জন্য লকডাউনের সময়ে রেখেছে একগুচ্ছ ছবির সম্ভার। দুপুর ২টো এবং রাত ৯টা-- এই দুটি সময় হল এই মুহূর্তে এই চ্যানেলের মুভি-টাইম। সব মিলিয়ে বিনোদনে সারা দিনই জমজমাট রাখার প্রচেষ্টায় রয়েছে চ্যানেল।