Advertisment
Presenting Partner
Desktop GIF

টেলিপর্দায় আবার 'রবি ঠাকুরের গল্প', ২৫ বৈশাখ থেকে

রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত গল্প ও উপন্যাসগুলি নিয়ে তৈরি হয়েছিল 'কালারস বাংলা'-র সিরিজ। সেই সিরিজের তিনটি গল্প পুনঃসম্প্রচার হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Colors Bangla to retelecast Robi Thakurer Golpo on the occassion of Rabindra Jayanti

রবি ঠাকুরের গল্পে এনা সাহা। ছবি: সৌজন্য কালারস বাংলা

কবিপক্ষে কালারস বাংলা ফিরিয়ে আনছে টেলিপর্দায় রবীন্দ্রসাহিত্য অবলম্বনে তৈরি সেরা সিরিজগুলির একটি-- 'রবি ঠাকুরের গল্প'। ২০১৫ সালে প্রথম এই সিরিজের সম্প্রচার শুর হয়। প্রায় এক বছর চলে এই সিরিজ। সেই জনপ্রিয় সিরিজের তিনটি গল্পের পুনঃসম্প্রচার হবে কালারস বাংলা-র পর্দায় ৮ মে থেকে ২২ মে পর্যন্ত।

Advertisment

'রবি ঠাকুরের গল্প' সিরিজের তিনটি গল্প দেখতে পাবেন দর্শক এই পুনঃসম্প্রচারে। শুরুতেই রয়েছে 'দেনাপাওনা', ৮ মে থেকে। এছাড়া আরও দুটি গল্পের পুনঃসম্প্রচার হবে-- 'সমাপ্তি' ও 'চোখের বালি'। 'দেনাপাওনা'-তে অভিনয় করেছিলেন এনা সাহা ও ভাস্কর বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: গৌতম বুদ্ধ ও তাঁর দর্শন নিয়ে তৈরি ৫টি ক্লাসিক ছবি

''এমন চরিত্র তো সব সময়ে পাওয়া যায় না। তাই আমি সুযোগটা পেয়ে খুব খুশি হয়ে লুফে নিয়েছিলাম বলা যায়'', বলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়, ''চরিত্রটা অথর-ব্যাকড আর দারুণ কিছু সংলাপ রয়েছে। রবীন্দ্রজয়ন্তীতে আবার সম্প্রচার হওয়াটা অনেকটা বর পাওয়ার মতো। সব চ্যানেলেই এখন পুরনো শো-গুলি ফিরে আসছে কিন্তু আমার মনে হয় এই সিরিজটা সবার থেকে আলাদা কারণ গল্পগুলো কালোত্তীর্ণ।''

Colors Bangla to retelecast Robi Thakurer Golpo on the occassion of Rabindra Jayanti 'দেনাপাওনা'-তে ভাস্কর বন্দ্যোপাধ্যায়। ছবি সৌজন্যছ কালারস বাংলা

এই সিরিজের প্রযোজক ছিলেন রানা সরকার ও পরিচালক সুদেষ্ণা রায়। টেলিপর্দায় এনা সাহাকে যে যে চরিত্রে দেখেছেন এখনও পর্যন্ত দর্শক, সেই সবকিছুর থেকে আলাদা ছিল এই কাজটি। ''আমার দারুণ লাগছে যে শো-টা আবার ফিরছে, আর সেটা রবীন্দ্রজয়ন্তীতে। আরও ভাল লাগছে যে দেনাপাওনা গল্প দিয়েই শুরু হচ্ছে সিরিজটা'', বলেন এনা, ''আমরা উত্তর কলকাতার একটা বাড়িতে শুটিংটা করেছিলাম। আমার উচ্চারণে একটু সমস্যা ছিল। রানাদা সেটা ঠিক করে দিয়েছিলেন। এখনও যখন আমি সিন করি, উচ্চারণ নিয়ে খুবই সতর্ক থাকি। আবার পর্দায় নিজেকে দেখতে পাব, এটা ভেবেই ভাল লাগছে।''

'দেনাপাওনা'-র পরেই দর্শক দেখতে পাবেন 'সমাপ্তি' ও 'চোখের বালি'। সমাপ্তি গল্পটিতে রয়েছেন দিতিপ্রিয়া রায় ও দেবোত্তম মজুমদার। আর চোখের বালি-তে রয়েছেন প্রিয়া পাল ও ঋজু বিশ্বাস।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rabindranath Tagore Bengali Serial Bengali Television
Advertisment