Advertisment

হিন্দু দেব-দেবীকে অপমান! বিজেপি সাংসদের ছেলের অভিযোগে গ্রেফতার কমেডিয়ান

হিন্দু দেব-দেবীকে নিয়ে ঠাট্টা করে বিজেপি সাংসদ-পুত্রের রোষানলে কমেডিয়ান।

author-image
IE Bangla Web Desk
New Update
munawar-faruqui

হিন্দু দেবতাকে অপমানের অভিযোগ। বিজেপি সাংসদের ছেলের রোষানলে পড়ে গ্রেফতার হলেন কমেডিয়ান মুনাবর ফারুকি (Munawar Faruqui)। মুনাবর আদতে গুজরাতের একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান। শুক্রবার এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই হিন্দুধর্মের দেব-দেবীদের নিয়ে মশকরা করতে দেখা যায় ফারুকিকে। এমনটাই অভিযোগ তুলেছেন গুজরাতের ওই সাংসদ-পুত্র। অতঃপর সেই রাতেই স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করান তিনি। যার জেরে মুনাবর-সহ আরও ৪জনকে আটক করেছে পুলিশ।

Advertisment

মালিনী লক্ষ্মণ সিং গৌর নামে একজন সাংসদের ছেলে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাংসদের ছেলে একলব্য সিং গৌর সেখানেই মুনাবরকে সনাতন হিন্দুধর্মের দেব-দেবীদের নিয়ে ঠাট্টা করতে দেখেন বলে তাঁর অভিযোগ। এরপরই তড়িঘড়ি স্থানীয় থানায় গিয়ে মুনাবরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন একলব্য। অভিযোগনামায় তিনি এও উল্লেখ করেছেন যে, হিন্দু দেব-দেবী ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও মশকরা করেছেন ওই কমেডিয়ান। সেটা অবশ্য মধ্যপ্রদেশের ইন্দোরের এক শোয়ে গিয়ে। আর বিজেপি সাংসদের ছেলের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই কমেডিয়ান মুনাবর ও আরও ৪জনকে গ্রেফতার করে পুলিশ।

এই অবশ্য প্রথম নয়। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ঠাট্টা করার অভিযোগে জেলে যেতে হয়েছিল তাঁকে। এমনকী, সেই সময়ও হিন্দু দেব-দেবীকে অপমানের অভিযোগ উঠেছিল তাঁর উপর।

Bollywood News gujarat
Advertisment