গত ১০ আগস্ট জিম করতে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কমেডিয়ানকে। ছিলেন ভেন্টিলেশনে। জ্ঞান ফিরতে দেরি হয়েছিল অনেক। মাঝখানে সুস্থই হয়ে উঠেছিলেন, তবে এবার চরম দুঃসংবাদ শোনা গেল। বুধবার সকালে প্রয়াত স্ট্যান্ড-আপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব।
কমেডিয়ানের মস্তিষ্ক একেবারেই কাজ করা বন্ধ করে দিয়েছিল। প্রায় ব্রেন ডেথ পরিস্থিতি। তবে দিন কয়েক আগে তাঁর ভাই জানান, কমেডিয়ানের জ্ঞান ফিরেছে। শারীরিক পরিস্থিতি তখনও ভীষণ আশঙ্কাজনক। মঙ্গলবার রাত থেকেই পরিস্থিতির আরও অবনতি ঘটতে থাকে। রক্তচ্চাপ প্রচণ্ড হারে নেমে গিয়েছিল। এরপর বুধবার সকালে হাসপাতালে বিছানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজু শ্রীবাস্তব।
রাজুর ভাই দীপু ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, "সাড়ে ১০টা নাগাদ দাদার মৃত্যু হয়েছে। ওঁর মেয়ে অন্তরা আমাকে এক্ষুণি ফোন করে জানাল। আমি মুম্বইতে রয়েছি। দিল্লির উদ্দেশে রওনা দেব এক্ষুণি।"
তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া বিনোদন মহলে। এর আগে রাজুর শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিনোদনের পাশাপাশি রাজনৈতিক মহলেও যোগ দেন রাজু।