প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা নিমু (নিমাই) ভৌমিক। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ গড়িয়ায় নিজ বাসভবনেই প্রয়াত হলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন নিমু। হাসপাতালেও ভর্তি হয়েছিলেন, কিছুদিন আগেই বাড়ি ফিরেছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সিনে মহলে।
প্রথমদিকে কৌতুক অভিনেতা হিসেবে জনপ্রিয় হয়েছিলেন। পরে বাংলা ছবিতে খলনায়কের চরিত্রেই বিখ্যাত হন তিনি। ১৯৩৫ সালে অবিভক্ত দিনাজপুরে জন্ম হয় নিমু ভৌমিকের। 'স্ত্রীর পত্র', 'সাহেব' 'দাদার কীর্তি', 'নদীর পাড়ে আমার বাড়ি', 'বাঘিনী', 'অপরাজিতা' সহ বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে তাঁকে। খুব অল্প বয়সেই রূপোলি পর্দায় অভিনয়ের সুযোগ পান এই অভিনেতা।
একসময় রাজনীতির ময়দানেও দেখা যায় তাঁকে। প্রথমে প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও, পরে বিজেপিতে যোগদান করেন তিনি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে রায়গঞ্জ থেকে ভোটেও দাঁড়ান নিমু, কিন্তু জিততে পারেন নি।
উত্তমকুমার আলোকিত বাংলা ছবির স্বর্ণযুগের সাক্ষী ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। সিনেমা ছাড়াও মঞ্চেও নিয়মিত অভিনয় করেছেন তিনি। জুলাই মাসে বার্ধক্যজনিত কারণে হাসপাতালে ভর্তি হন। সেসময় জানা গিয়েছিল, পরিবার পরিজনকে আর চিনতে পারছেন না নিমু।