Advertisment
Presenting Partner
Desktop GIF

২ বছর পর স্বস্তি, মাদককাণ্ডে রেহাই পেলেন বলিউডের তারকা দম্পতি

সুশান্তের মৃত্যুর পরই ডাকা হয় বলিউড তারকাদের, সেই থেকেই অবস্থা কাহিল এই দম্পতির

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NCB, NCB calls actors, sushant singh rajput, SSR death NCB, NCB aryaan khan, aryaan khan drugs, bollywood drugs case, bharti singh, harsh limbachia, harsh bharti, entertainment news, latest entertainment news, tollywood express entertainment news, indian express latest news, বাংলার খবর, বাংলার বিনোদনের খবর, আজকের বিনোদনের খবর

স্বস্তিতে বলিউড দম্পতি

মাদককাণ্ডে নাম উঠে এসেছিল অনেক তারকার। এনসিবির তরফে মামলা দায়ের করা হয়েছিল দীপিকা পাডুকোন থেকে শ্রদ্ধা কাপুর এমনকি ভারতী সিং হর্ষ লিম্বছিয়াও। তবে, এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন দুই কমেডি তারকা।

Advertisment

মাদক কাণ্ডে প্রায় বছর দুয়েক আগে ধরা পড়েছিলেন ভারতী এবং হর্ষ। জামিনে ছাড়া হয় দুই কমেডি তারকাকে। এনসিবির তরফে জানানো হয়েছিল প্রায় ৮৬% মাদক পেয়েছেন তাদের কাছ থেকে। এমনকি সেই তারকারা স্বীকার করেছিলেন, যে তাঁরা রীতিমতো গাঁজা সেবন করেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল ৮(c) এবং ২৭ ধারায়। ত্রিশ হাজার টাকার বিনিময়ে জামিন পেয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন < Kaushambi-Adrit: পরিবারের সকলে খুশি, ‘মিঠাই’ শেষ হতেই আদৃতের সঙ্গে প্রেমের স্বীকারোক্তি কৌশাম্বির! >

গতবছর প্রায় ২০০ পাতার চার্জশিট দাখিল করা হয়। তারপর থেকেই যেন আরও বেজায় সমস্যায় পড়েছিলেন তাঁরা। কিন্তু, গোটা একটা বছর নিজেদের বেশ সামলে রেখেছিলেন তাঁরা। এই দুই কৌতুক অভিনেতা জামিনে থাকাকালীন কোনও নিয়ম এবং শর্ত না ভাঙার দৌলতে অভিযোগ ওঠেনি তাঁদের বিরুদ্ধে। সহযোগিতা করেছেন তদন্তকারীদের সঙ্গেও। কারণবশত জামিন খারিজের আর যুক্তি পায়নি আদালত।

গতসপ্তাহে, কৌতুক দম্পতির জামিন খারিজের জন্য আবেদন করেছিল এনসিবি। তবে, তারকাদের তরফে কোনও গাফিলতি না পাওয়ায় সেই আবেদন আর ধোপে টেকেনি। উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই মাদককাণ্ডে আটক করা হয় অনেক সেলেবকে।

NCB Entertainment News Mumbai NCB drug case
Advertisment