'পুষ্পা ২', ছবি নিয়ে চারিদিকে যেমন উত্তেজনা, ঠিক তেমন এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে দুদিন আগের হায়দ্রাবাদ। কারণ, আল্লু অর্জুনের উপস্থিতি প্রাণ নিয়েছে এক নির্দোষ মহিলার। ৩২ বছর বয়সী সেই রমণী অতিরিক্ত ভিড়ে অজ্ঞান হয়ে পড়েন, তারপর তাঁর মৃত্যু হয়। তাঁর ন-বছর বয়সী ছেলেটিও হাসপাতালে।
'পুষ্পা ২' রিলিজ করার পর, ঝড় উঠেছে বক্স অফিসে। দক্ষিণী ছবি থেকে শুরু করে বলিউডের নানা ছবিকে টেক্কা দিয়ে 'পুষ্পা ২' জায়গা করে নিয়েছে শীর্ষে। কিন্তু, বুধবার রাতে যে ঘটনা ঘটেছে সেটি মর্মান্তিক। হঠাৎ করেই হায়দরাবাদের সেই হলে উপস্থিত হন আল্লু অর্জুন। নিজের নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়েই আসেন তিনি। যদিও বা আগে থেকে কোনরকম ঘোষণা করেননি তিনি। এমনকি হল কর্তৃপক্ষের তরফেও কিছুই জানানো হয়নি।
অভিনেতাকে দেখেই ভিড় বাড়তে থাকে। তাঁর সঙ্গে সঙ্গে হলের ভিতরে ঢোকার চেষ্টা করেন ভক্তরা। যার জেরে একদল মানুষ পদপিষ্ট হয়ে ভয়ঙ্কর বিপদে পড়েন। এবার তারকা এবং সেই হলের মানুষজনদের উদ্দেশ্যে কেস ফাইল করলেন মৃত রেবতীর পরিবার। পুলিশ সূত্রে খবর, সেই মহিলার পরিবার এই ভয়ঙ্কর ঘটনার অভিযোগে আইনের দ্বারস্থ হয়েছেন।
আরও পড়ুন - Pushpa 2: RRR-KGF2 সব ফেল, আল্লু অর্জুনের পুষ্পা ২ ঝড়ে তোলপাড় বক্স অফিস
তাঁরা জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন, তাঁদেরকে ক্ষমা করা হবে না। তাঁদের আইপিসি ১০৫ ধারায় শাস্তি দেওয়া হবে। সেদিন পরিস্থিতি আয়ত্বে আনতে, পুলিশ লাঠিচার্জ শুরু করেন। অর্জুনের উপস্থিতিতে উত্তেজিত জনতার কারণে সেদিন রেবতী এবং তাঁর ছেলে গ্রাউন্ড ফ্লোরে অজ্ঞান হয়ে পড়েন। পুলিশ জানিয়েছেন....
"শারীরিক ক্ষতি হয়নি, তবে অতিরিক্ত ভিড়ে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে রেবতীর। আর তাঁর ছেলে এখনও আশঙ্কাজনক। এবং, এই নিয়েই ছবির নির্মাতারা শোক প্রকাশ করেছিলেন।