Advertisment

দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন রণবীর সিং-মনোজ বাজপেয়ীরা, তালিকায় 'পুষ্পা'ও

কোন তারকার ঝুলিতে কোন সিনেমার জন্য গেল 'দাদাসাহেব ফালকে'? পুরো তালিকা দেখে নিন একনজরে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Dadasaheb Phalke International Film Festival Awards 2022, Ranveer Singh, Manoj Bajpayee, দাদাসাহেব ফালকে পুরস্কার, পুষ্পা, রণবীর সিং, মনোজ বাজপেয়ী, bengali news today

২০২২ সালের দাদাসাহেব ফালকে পুরস্কারের তালিকা

রবিবারই মুম্বইতে আয়োজিত হয়েছিল ২০২২ সালের দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড। প্রত্যেক বছরের মতো এবছরও নজর ছিল কার বা কাদের ঝুলিতে গেল সিনেদুনিয়ার এই সেরা পুরস্কার। সেই তালিকায় রয়েছেন রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবাণী থেকে কৃতী শ্যাননও। আবার ওটিটি দুনিয়ায় সেরার শিরোপা গেল মনোজ বাজপেয়ী ও রবিনা টন্ডনের কাছে।

Advertisment

কে কোন সিনেমার জন্য পুরস্কার পেলেন? দেখে নিন একনজরে-

বছরের সেরা সিনেমা- পুষ্পা: দ্য রাইস

সেরা ছবি- শেরশাহ

সেরা অভিনেতা- রণবীর সিং

সেরা অভিনেত্রী- কৃতী শ্যানন

সেরা পরিচালক- কেন ঘোষ

সিনে ইন্ডাস্ট্রিতে সেরা অবদান- আশা পারেখ

সেরা পুরুষ প্লে-ব্যাক- বিশাল মিশ্র

সেরা মহিলা প্লে-ব্যাক- কণিকা কাপুর

সেরা সিনেম্যাটোগ্রাফার- জয়কৃষ্ণা গুম্মাড়ি

এছাড়াও সেরা সহ অভিনেতার চরিত্রের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার গেল সতীশ কৌশিকের ঝুলিতে। সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন লারা দত্ত। খলনায়ক চরিত্রে অভিনয় করে দাদাসাহেব ফালকে পুরস্কার জিতে নিলেন আয়ুশ শর্মা।

publive-image

দাদাসাহেব ফালকে পুরস্কারের তালিকায় সর্বোচ্চ আলোচিত সিনেমা হিসেবে পুরস্কার জিতে নিল সুজিত সরকারের সর্দার উধম। বেস্ট ক্রিটিকস অভিনেতার শিরোপা গেল সিদ্ধার্থ মালহোত্রার মুকুটে। নেপথ্যে ক্যাপটেন বিক্রম বাত্রার বায়োপিক 'শেরশাহ'। ওই একই সিনেমার জন্য সেরা ক্রিটিকস অভিনেত্রী হিসেবে দাদাসাহেব ফালকে পেলেন কিয়ারা আডবাণী।

<আরও পড়ুন: ধর্মের জন্যই বলিউড ছাড়েন, হিজাব বিতর্কে এবার সরব ‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিম>

দর্শকদের পছন্দ অনুসারে সেরা পিপলস চয়েস বেস্ট অ্যাক্টর হিসেবে দাদাসাহেব ফালকে পেলেন অভিমন্যু দাসানি। অন্যদিকে এই একই বিভাগে সেরা অভিনেত্রীর শিরোপা গেল রাধিকা মদনের ঝুলিতে।

publive-image

সেরা নবাগত অভিনেতা হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন অহন শেট্টি। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম- 'অ্যানাদার রাউন্ড'। সেরা ওয়েব সিরিজ- 'ক্যান্ডি'। ওটিটি প্ল্যাটফর্মে সেরা ওয়েব সিরিজ অভিনেতার খেতাব গেল মনোজ বাজপেয়রীর ঝুলিতে। নেপথ্যে সাড়া জাগানো সিরিজ- 'ফ্যামিলি ম্যান'। ওয়েব সিরিজে 'আরণ্যক'-এর জন্য সেরা অভিনেত্রী হিসেবে দাদাসাহেব ফালকে পেলেন রবিনা ট্যান্ডন।

বছরের সেরা টেলিভিশন সিরিজ- অনুপমা। যা কিনা বাংলা জনপ্রিয় সিরিয়াল 'শ্রীময়ী'র অনুকরণে তৈরি। টেলিদুনিয়ায় সেরা অভিনেতা হিসেবে দাদাসাহেব ফালকে পেলেন শাহির শেখ। টেলিদুনিয়ায় সেরা অভিনেত্রীর শিরোপা গেল শ্রদ্ধা আর্যর ঝুলিতে। টেলিভিশন ইন্ডাস্ট্রির মোস্ট প্রমিসিং অ্যাক্টর-এর খেতাব গেল ধীরজ ধূপারের কাছে। ওই একই বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে দাদাসাহেব ফালকে পুরস্কার বাগিয়ে নিলেন রূপালী গঙ্গোপাধ্যায়। সেরা ছোট দৈর্ঘ্যের ছবি- পাওলি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Raveena Tandon Manoj Bajpayee Dadasaheb Phalke International Film Festival Awards 2022 pushpa the rise Shershaah Kriti Sanon Kiara Advani Ranveer Singh Siddharth Malhotra Entertainment News
Advertisment