Advertisment
Presenting Partner
Desktop GIF

বাংলা ওয়েব স্ট্রিমিংয়ে সুরেলা জার্নি

নিজস্ব মাটির কাছের গানের খোঁজ শুরু করল এসভিএফ আর সঙ্গ দিল অরিপ্লাস্ট। এই দুইয়ের যুগলবন্দীতে নতুন দশটি গান স্ট্রিমিং হবে এসভিএফ মিউজিকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Oriplast Originals

হইচইয়ের নতুন প্রয়াস ‘অরিপ্লাস্ট অরিজিনালস’

বাংলা চিরকাল সযন্তে লালন করেছে নিজের সংস্কৃতিকে। সে গ্রাম হোক বা নগর, আজও বাংলা ছবির মধ্যে খুঁজে পাওয়া যায় রবীন্দ্রনাথ, লোকগান। এবার সেই সংস্কৃতিকে সঙ্গী করে রাজ্যের সীমানার বাইরে যাওয়ার নতুন প্রচেষ্টার নাম ‘অরিপ্লাস্ট অরিজিনালস’। নিজস্ব মাটির কাছের গানের খোঁজ শুরু করল এসভিএফ আর সঙ্গ দিল অরিপ্লাস্ট। এই দুইয়ের যুগলবন্দীতে নতুন দশটি সাউন্ডস্কেপ স্ট্রিমিং হবে এসভিএফ মিউজিকের ইউটিউবে।

Advertisment

অনুপম রায়, পাপন, শান, সোনা মহাপাত্র, জাভেদ আলি, নিকিতা গাঁধী, শাল্মলী, ভূমি ত্রিবেদী, অ্যাশ কিং, আকৃতি কক্করের মতো শিল্পীরা গান গাইবেন এই নতুন প্ল্যাটফর্মে। আর নতুন গান তৈরি করবেন অর্কপ্রভ মুখোপাধ্যায়, শুভদীপ মিত্র, অনুপম রায়ের মতো সঙ্গীত পরিচালকরা। ‘অরিপ্লাস্ট অরিজিনালস’-এর স্ট্রিমিং শুরু হবে ১৯জুলাই।

Papon and Shalmali Kholgade 1 ‘অরিপ্লাস্ট অরিজিনালস’-এ পাপন ও শাল্মলী

আরও পড়ুন, বুদ্ধদেব দাশগুপ্তর হাত ধরেই শুরু হায়দরাবাদ চলচ্চিত্র উৎসব

সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনি বললেন, ''বিশ্বের মঞ্চে দেশের লোকসংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া অরিপ্লাস্ট অরিজিনালসের লক্ষ্য। সঙ্গীতপ্রেমীদের কথা মাথায় রেখেই এই প্রয়াস। এটা সবথেকে বড় সঙ্গীতের যুগলবন্দী যার সাক্ষী থাকবে বিশ্ব।'' তবে এই দশটি সাউন্ডস্কেপে থাকবে বাউল, বিহু, রক, ক্ল্যাসিক্যাল এমনকী নিউ এজ পপও। এই দশটি গান স্ট্রিমিং হবে এসভিএফ মিউজিকে।

Music tollywood SVF ANUPAM ROY hoichoi
Advertisment