/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/train.jpg)
শতাব্দীর অন্যতম ট্রেন দুর্ঘটনা
কাল রাত থেকেই মন ভাল নেই কারওর। বালাসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বলি শয়ে শয়ে মানুষ। আহত প্রায় ৯০০। এহেন বিরাট মাপের দুর্ঘটনা আগে হয় নি। পরিবার পরিজন হারিয়ে ভারাক্রান্ত মানুষ। ট্রেনে যাত্রা করছিলেন বাংলার অনেকেই। সিনে দুনিয়াতেও মন খারাপ তারকাদের।
সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউডের তারকারা। ভারক্রান্ত হৃদয় সকলের। কিয়ারা আডবাণী থেকে অক্ষয় কুমার, ঘটনায় স্তব্ধ বলিউডের অনেকেই। এদিকে, মন ভাল নেই সোনু সুদের। অভিনেতা নিজেও সমাজ সেবার এক অনন্য নাম। খবর পেতেই সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আজ মন খুব খারাপ, এমন দুর্ঘটনা! অন্যদিকে অক্ষয় লিখলেন...
Heartbreaking to see the visuals from the tragic train accident in Odisha. Praying for the speedy recovery of the injured. My thoughts and condolences to the families of the affected during this difficult time. Om Shanti 🙏🏻
— Akshay Kumar (@akshaykumar) June 3, 2023
চারিদিকে যা খারাপ ছবি দেখছি তাতে মন ব্যথিত। সুস্থতা কামনা করি আপনাদের। যারা নিজের পরিবার হারিয়েছেন তাদের উদ্দেশ্যে সমবেদনা, সঙ্গে আছি। অন্যদিকে দক্ষিণের তরফেও এল শোকবার্তা, ব্যাথাতুর রামচরণ। শতাব্দীর অন্যতম বড় রেল দুর্ঘটনায় আতঙ্কিত রাম। বলছেন, আমার আর কিছু ভাষা নেই। আমি স্তম্ভিত। এমনও হয়। ঈশ্বর আপনাদের সঙ্গে থাকুক। শীঘ্রই সব ঠিক হোক।
Sending my deepest condolences to the families & loved ones affected by the tragic Train Accident in Balasore. My heart goes out to all those impacted during this difficult time. 🙏
— Ram Charan (@AlwaysRamCharan) June 3, 2023
অন্যদিকে, কিয়ারা আডবাণী বাড়ালেন সাহায্যের হাত। সোশ্যাল মিডিয়ায় হেল্পলাইন নম্বর পোস্ট করলেন তিনি। বললেন, যারা নিজের প্রিয়জনকে খুঁজছেন তাঁরা এই নম্বরে যোগাযোগ করুন। ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। স্তরে স্তরে ট্রাক বোঝাই করে মৃতদেহ, এই দৃশ্য যেন ভোলার নয়। সমাজ মাধ্যমে হাহাকার।
ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পরিবারকে ৫লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। দেশের নানা স্তরের মানুষ হাত বেড়িয়েছেন নিজেদের মত করে। একে একে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন পরিবারের অনেকে।