Advertisment
Presenting Partner
Desktop GIF

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! ভারাক্রান্ত সোনু সুদ, সাহায্যের হাত বাড়ালেন কিয়ারা-অক্ষয়রা

ঘটনাস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী, দক্ষিণের তারকাদের তরফেও এল সাহায্যের বার্তা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
coromandel express train accident, coromandel train acident in odisha, coromandel odisha train accident, coromandel train derails in odisha, coromandel express accident,coromandel express derails, coromandel express accident, odisha news, odisha train accident news, coromandel express, coromandel express accident, coromandel express accident news, coromandel express latest news, coromandel express route, coromandel express 12841, coromandel express 12841 route, coromandel express 12841 running status, coromandel express train number, coromandel express chennai to howrah, coromandel express 12841 running status, coromandel express latest updates, odisha train accident, chennai to howrah trains, chennai to howrah coromandel express, sonu sood, kiara advani, mamata banerjee in coromondol express accident

শতাব্দীর অন্যতম ট্রেন দুর্ঘটনা

কাল রাত থেকেই মন ভাল নেই কারওর। বালাসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বলি শয়ে শয়ে মানুষ। আহত প্রায় ৯০০। এহেন বিরাট মাপের দুর্ঘটনা আগে হয় নি। পরিবার পরিজন হারিয়ে ভারাক্রান্ত মানুষ। ট্রেনে যাত্রা করছিলেন বাংলার অনেকেই। সিনে দুনিয়াতেও মন খারাপ তারকাদের।

Advertisment

সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউডের তারকারা। ভারক্রান্ত হৃদয় সকলের। কিয়ারা আডবাণী থেকে অক্ষয় কুমার, ঘটনায় স্তব্ধ বলিউডের অনেকেই। এদিকে, মন ভাল নেই সোনু সুদের। অভিনেতা নিজেও সমাজ সেবার এক অনন্য নাম। খবর পেতেই সোশ্যাল মিডিয়ায় লিখলেন, আজ মন খুব খারাপ, এমন দুর্ঘটনা! অন্যদিকে অক্ষয় লিখলেন...

চারিদিকে যা খারাপ ছবি দেখছি তাতে মন ব্যথিত। সুস্থতা কামনা করি আপনাদের। যারা নিজের পরিবার হারিয়েছেন তাদের উদ্দেশ্যে সমবেদনা, সঙ্গে আছি। অন্যদিকে দক্ষিণের তরফেও এল শোকবার্তা, ব্যাথাতুর রামচরণ। শতাব্দীর অন্যতম বড় রেল দুর্ঘটনায় আতঙ্কিত রাম। বলছেন, আমার আর কিছু ভাষা নেই। আমি স্তম্ভিত। এমনও হয়। ঈশ্বর আপনাদের সঙ্গে থাকুক। শীঘ্রই সব ঠিক হোক।

অন্যদিকে, কিয়ারা আডবাণী বাড়ালেন সাহায্যের হাত। সোশ্যাল মিডিয়ায় হেল্পলাইন নম্বর পোস্ট করলেন তিনি। বললেন, যারা নিজের প্রিয়জনকে খুঁজছেন তাঁরা এই নম্বরে যোগাযোগ করুন। ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। স্তরে স্তরে ট্রাক বোঝাই করে মৃতদেহ, এই দৃশ্য যেন ভোলার নয়। সমাজ মাধ্যমে হাহাকার।

ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পরিবারকে ৫লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। দেশের নানা স্তরের মানুষ হাত বেড়িয়েছেন নিজেদের মত করে। একে একে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছেন পরিবারের অনেকে।

bollywood Entertainment News
Advertisment