Advertisment

লকডাউনেও শরীরচর্চায় খামতি নেই তারকাদের

সারাবছরই মোটামুটি শরীরচর্চার মধ্যে থাকেন তারা। লকডাউনে বাড়িতেই নিজেদের মতো ব্যবস্থা করে নিয়েছেন সকলে। সেই ওয়ার্কআউট ভিডিয়ো পোস্টও করছেন সোশাল মিডিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
jisshu paoli fitness

বাড়ির বাইরে বেরোতে পারছেন না, কিন্তু ওয়ার্কআউট কোনও খামতি নেই। ফোটো- ইনস্টাগ্রাম

লকডাউনের ফলে বাড়ির বাইরে বেরোতে পারবে না ২১ দিন। কিন্তু তাই বলে তো সমস্ত রুটিন বদলে ফেলা যায় না। তাই নিজেদের মতো করে সমস্তটা গুছিয়ে নিয়েছে। কেউ বই পড়ে, তো কেউ গিটারের ধুলো ঝেড়ে বের করেছেন। অনেকে আবার পুরনো অভ্যাই ঝালিয়ে নিচ্ছেন বাড়িতে। কিন্তু এতকিছুর মধ্যেও ফিটনেস নিয়ে যাদের মাথাব্যথা তাদের কী হবে। এই সমস্যারও সমাধান করে ফেলেছেন দিব্যি।

Advertisment

যিশু সেনগুপ্ত, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, পাওলি দাম- প্রত্যেকেই বাড়িতে শরীর চর্চায় মগ্ন। অর্জুন, সায়ন্তিকা অবশ্য ফিটনেস ফ্রিক। সারাবছরই মোটামুটি শরীরচর্চার মধ্যে থাকেন তারা। লকডাউনে বাড়িতেই নিজেদের মতো ব্যবস্থা করে নিয়েছেন সকলে। সেই ওয়ার্কআউট ভিডিয়ো পোস্টও করছেন সোশাল মিডিয়ায়।

View this post on Instagram

#quarantinelife #fitness #stayhome #stayhealthy #staysafe

A post shared by Jisshu U Sengupta (@senguptajisshu) on

আরও পড়ুন, আজমল কাসবের ভূমিকায় বাংলার শোয়েব! ‘স্টেট অফ সিজ’ অভিনেতা শোনালেন তাঁর গল্প

বলিউডের একই ট্রেন্ড চলছে। বাইরে বেরোতে না পারায় বাড়ির ছাদ কিংবা কমিউনিটি জিমেই ওয়ার্কআউট করছেন তারা। ক্যাটরিনা কাইফ, দীপিকা পাডুকোনের ভিডিয়ো তো রীতিমতো ভাইরাল।

প্রসঙ্গত,  স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুশারে সোমবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১, ২৫২ জন. মৃত্যু হয়েছে ৩২ জনের।এই পরিস্থিতি গোষ্ঠী সংক্রমণের নজির নয় বলেই জানিয়েছে কেন্দ্র। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৬।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

paoli dam tollywood Bengali Actor
Advertisment