করোনাভাইরাসের জেরে পথঘাট শুনশান সারা ভারতের। জনমানবশূণ্য হওয়ায় আবহাওয়ায় মুখ তুলে তাকিয়েছেন। ইতিমধ্যেই দূষণের পরিমাণ কমেছে দেশে। তার উদাহরণ কিছুদিন আগেই মুম্বইয়ের সমুদ্রতটে দেখা মিলেছে ডলফিনের। এবারে রাস্তাঘাট, ব্রিজ-এককথায় পুরো শহরটাই ঝাঁ চকচকে হয়ে উঠছে।
হ্যাঁ! কলকাতার কথাই হচ্ছে। হাওড়া ব্রিজ, রেড রোড থেকে বিমানবন্দর যাওয়ার রাস্তা সবটারই ভোল বদলে গিয়েছে। করোনার ত্রাসে পরিস্কার হয়ে গিয়েছে তিলোত্তমা। আর সেই ছবি দেখেই অভিভূত অমিতাভ বচ্চন। টুইট করে সে কথাই লিখেছেন তিনি।
আরও পড়ুন, খুব সুখে নেই টেলিপাড়ার অন্দর, ঠিক কী কী দুশ্চিন্তা দানা বাঁধছে
টুইটে বিগ বি লিখেছেন, ''কলকাতার এই চেহারা কখনও দেখা যায়নি। যাঁরা এতদিন রয়েছেন তাঁরাও চিনতে পারবেন না। হাওড়া ব্রিজ, বিমানবন্দরের রাস্তাঘাট চেনা অসম্ভব।''
আরও পড়ুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মিমির নয়া দাওয়াই
কিছুদিন আগে অমাবস্যা জনিত টুইট করে সমালোচিত হয়েছিলেন সিনিয়র বচ্চন। নেটিজেনদের রোষে টুইট সরিয়ে নিতে বাধ্য হন। এদিন আরও একটি টুইটে কলকাতার রাস্তা স্যানিটাইজ করা হচ্ছে দেখে আপ্লুত হন কলকাতার জামাই। এমনকী মুম্বই প্রশাসনকেও এই ধরনের পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন তিনি।
করোনা মোকাবিলা করতে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হলেও দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। ইতিমধ্যেই ৬৪৯ এ পৌঁছেছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা ১৩। এদিকে করোনার ভয়াল থাবায় ক্রমশই মহানগরে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার নয়াবাদের এক ৬৬ বছরের বৃদ্ধের দেহে পাওয়া গেল করোনাভাইরাসের ইতিবাচক সাড়া। বুধবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯। এদিনের ঘটনায় সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ১০।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন