করোনা সতর্কতা দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছে সরকার। এ রাজ্যও লকডাউনেই। মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে সাধারণ মানুষের পাশে থাকছেন। টলিউড ইন্ডাস্ট্রিও বেশ সংকটে। জুনিয়র টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়েছেন বাংলার তারকা ও প্রযোজকরা। এবার মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থসাহায্য করলেন সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়।
বর্তমানে কাজের সূত্রে মুম্বইতে থাকেন জিৎ। বাংলার পাশাপাশি কাজ করেছেন বলিউডেও। এই দুর্যোগের মুহুর্তে রাজ্যের মানুষদের পাশে দাঁড়ালেন তিনি। একটি ভিডিয়ো বার্তায় মানুষদের সাধ্যমতো সাহায্যের অনুরোধ জানালেন জনপ্রিয় সঙ্গীতকার।
আরও পড়ুন, গরমে নয়, শীতে আসছে দেবের ‘টনিক’
দিনমজুর সহ রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে ১ লক্ষ টাকা দিলেন তিনি। সেই সঙ্গে সিনেমা জগতের জুনিয়র টেকনিশিয়ানদের পাশে দাঁড়াতে অর্থসাহায্য করেছেন জিৎ। মুম্বইয়ে কাজের সূত্রে থাকতে হলেও কলকাতাকে যে তিনি ভুলতে পারবেন না তা সবসময় মনে করায় তাঁর কাজ।
মহেশ ভাটের ‘সড়ক টু’, ‘বাবলু ব্যাচেলর’-এর মতো ছবিতে সুর করেছেন তিনি। বতর্মানে আরও দুটো হিন্দি ছবিতে কাজ করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও বাংলা সিনেমার হিট গান বলতে প্রথমেই মনে আসে তাঁর নাম। একের পর এক ছবির গানে মাতিয়েছেন বাংলা সিনেমা জগত। তাঁর বাংলা গানের হিন্দি রিমেকও হয়েছে।
দেশের অন্যান্য রাজ্যের মতো করোনার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে বাংলাও। বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। বৃহস্পতিবার এমন তথ্যই জানানো হয়েছিল নবান্নের তরফে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে এক আধিকারিক জানিয়েছেন, ”বাংলায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু সংখ্যা ৪, মোট সংখ্যা ৭’। নবান্নের তরফে জানানো হয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত মোট ৫৩ জন। করোনায় এ রাজ্যে সুস্থ হয়েছেন ৩ জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন