কপিলের ( Kapil Sharma ) শোয়ে অনেকদিন পরে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অজয় দেবগণ ( Ajay Devgan )। এমনিও কমেডিয়ানের সঙ্গে অভিনেতার সম্পর্ক বেজায় ভাল, অজয় দেদার ইয়ার্কি করতেও পছন্দ করেন। কোনোবারই অজয়ের থেকে বাঁচার সুযোগ একেবারেই থাকে না, এবারও ব্যক্তিক্রম নয়। ‘রানওয়ে ৩৪’ এর প্রমোশনে এসেই মজার ছলে কপিলকে বিঁধলেন অজয়।
এই ছবিতে একজন পাইলটের ভূমিকায় অভিনয় করছেন অজয়। চরিত্র প্রসঙ্গেই কপিল জানতে চান, বিমান চালক হতে গেলে অঙ্ক এবং বিজ্ঞানে খুব ভাল হতে হয় – অজয় নিজে দশম শ্রেণীতে কত নম্বর পেয়েছিলেন? সোজা সাপটা উত্তরেই কমেডিয়ান কে চুপ করালেন তিনি- বললেন, “মনে নেই! তবে আর যাই হোক এটুকু বলতে পারি তোমার থেকে বেশিই পেয়েছিলাম।” অজয়ের মন্তব্যে হেসে খুন সকলে। একেবারেই চুপসে গেলেন কপিল।
এখানেই শেষ নয়। প্লেনের প্রতি অজয়ের কি বিরাট কৌতূহল? কপিলের জিজ্ঞাস্য এর আগের ছবিতে ফাইটার প্লেন, এবার কমার্শিয়াল প্লেন – কোন লাইসেন্স লেগেছে আপনার? এবারেও অজয়ের সহজ জবাব, “লাইসেন্স নয় বরং একটু স্মার্ট হতে হয় মানুষকে!”
প্রসঙ্গত, অজয়ের সঙ্গেই এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রাকুল প্রীত এবং অন্যান্যরা।