/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/birsa.jpg)
বিরসা-বিদিপ্তা
বিরসা দাশগুপ্ত এবং বিদিপ্তা চক্রবর্তী, দুই তারকা দম্পতি নিজেদের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব একটা চর্চায় না থাকলেও, রোম্যান্স এর দিকে যে তারাও কম যান না একথা প্রমাণ করলেন।
পাহাড় ঘেরা, ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে দুই প্রেমী। পরস্পরের ঠোঁটে চুম্বনরত, আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় এখন টক অফ দ্যা টাউন। তাঁদের প্রকাশ্যে রোম্যান্স করতে এর আগে দেখা যায়নি কিনা! সে কারণেই যে হইহই রব উঠেছে। সুন্দর একটি ছবি পোস্ট করে তাঁরা কেবলই ভালবাসায় মোড়া একটি ইমোজী দিলেন। ঠিক যেন শুধু তোমারই জন্য মোমেন্ট।
আরও পড়ুন - ‘মেয়েরা চায় না, কিন্তু আমার স্বামী…’, ৪৭ এও অবিবাহিত সুস্মিতা! কারণ কি দুই সন্তান?
আরও পড়ুন - কাল হল জমা জল, ডেঙ্গু আক্রান্ত সৃজিত মুখোপাধ্যায়!
আরও পড়ুন - Pori Moni: পরীমণির ভয়ঙ্কর পরিণতি! জ্বর নয়, হাত কেটে হাসপাতালে ভর্তি, নেপথ্যে কি স্বামী শরিফুল?
আর দুজনের এই ভালবাসার কুয়াশায় ভেজা ছবি দেখে ওরে ওরে রব! মজার ছলেই ফোঁড়ন কাটলেন টলিপাড়াত অভিনেত্রীরা। ঐন্দ্রিলা থেকে তনুশ্রী চক্রবর্তী, মুগ্ধ এই ছবি দেখে। কেউ বললেন, বাবারে... আবার কেউ বললেন, পরিচালক সাহেব ফাটিয়ে দারুণ তো!
অন্যদিকে, অনুরাগীরাও রবিবারের বেলায় এমন একটি ছবি দেখে আপ্লুত। এর আগে টলিপাড়ার অন্যান্য কাপলরা ঠোঁটে ঠোঁট রেখে ছবি আপলোড করলেও বিরসা এবং বিদিপ্তার ক্ষেত্রে এই প্রথমই। প্রসঙ্গত, সদ্যই বিরসা ব্যোমকেশ এবং দুর্গ রহস্যের কারণে দারুণ প্রশংসা পেয়েছেন। পরিচালক হিসেবেও তাঁকে ফুল মার্কস দিয়েছেন অনেকেই।