Advertisment

থামছে না বিতর্ক! জাভেদের করা মানহানির মামলায় কঙ্গনার বিরুদ্ধে তদন্তের নির্দেশ আদালতের

জুহু পুলিশকে নির্দেশ দিল মেট্রোপলিটন ‌ম্যাজিস্ট্রেট আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
Kangana Ranaut, Javed Akhtar

বিতর্ক পিছুই ছাড়ছে না কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)। নভেম্বর মাসেই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন বলিউডের প্রখ্যাত গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar)। সেই মামলার প্রেক্ষিতেই এবার পুলিশকে তদন্তের নির্দেশ দিল মুম্বইয়ের এক মেট্রোপলিটন ‌ম্যাজিস্ট্রেট আদালত। শনিবার জাভেদ আখতারের আইনজীবী সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপের আরজি জানান আদালতের কাছে। সেই আবেদনের ভিত্তিতেই জুহু পুলিশকে নির্দেশ দেয় মেট্রোপলিটন ‌ম্যাজিস্ট্রেট আদালত।

Advertisment

প্রসঙ্গত, ডিসেম্বরের ৩ তারিখেই মুম্বইয়ের মেট্রোপলিটন কোর্টে গিয়ে বয়ান রেকর্ড করান গীতিকার। সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল ১৯ ডিসেম্বর। সেই শুনানিতেই জুহু পুলিশকে কঙগ্নার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল আদালত। ভারতীয় ফৌজদারি বিধির ২০২ ধারা অনুসারে কোনও অভিযোগ সম্পর্কে আদালত নিজে তদন্ত করতে পারে কিংবা কোনও অন্য কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিতে পারে। যার মধ্যে পুলিশও পড়ে। সেই ধারা মেনেই এদিন আদালত পুলিশকে তদন্তের নির্দেশ দিল।

কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ, একটি বেসরকারি বৈদ্যুতিন চ্যানেলে জাভেদ আখতার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। সংশ্লিষ্ট টিভি চ্যানেলের অনুষ্ঠানে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় জাভেদ আখতারের নাম টেনে আনেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরালও হয়। কঙ্গনাকে সেখানে মন্তব্য করতে দেখা যায় যে, জাভেদ আখতার নাকি তাঁকে হুমকি দিয়েছেন রোশন পরিবারের বিরুদ্ধে তিনি যেন মুখ না খোলেন! হৃতিক রোশন এবং কঙ্গনা রানাউতের সম্পর্ক নিয়ে গুঞ্জন এযাবৎকাল সবারই জানা। আর সেই প্রসঙ্গ টেনে এনেই তিনি জাভেদ আখতারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম চ্যানেলে কঙ্গনার এমন মন্তব্যে বেজায় চটেছেন গীতিকার। তার জেরেই সম্প্রতি অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন জাভেদ আখতার।

সুশান্তের মৃত্যুর পর থেকেই রণংদেহি মেজাজে কঙ্গনা। কখনও বলিউডের ডাকসাইটে তারকাদের দিকে কাদা ছুঁড়েছেন তো কখনও বা আবার রাজনৈতিক নেতা-মন্ত্রীদের উদ্দেশে তোপ দাগতেও ছাড়েননি। সেরকমই এক বৈদ্যুতিন মাধ্যমে বসে জাভেদ আখতার প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, যা নিয়ে সেইসময়ে মুখ না খুললেও পরবর্তীতে ওই ভাইরাল ভিডিও দেখেই গীতিকার মানহানির মামলা করার সিদ্ধান্ত নেন। সেই মামলার প্রেক্ষিতেই এবার বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

Javed Akhtar Kangana Ranaut
Advertisment