হিন্দু দেবদেবীকে অপমানের অভিযোগে বিজেপি সাংসদের ছেলের রোষানলে পড়ে সম্প্রতি গ্রেফতার হয়েছিলেন কমেডিয়ান মুনাবর ফারুকি (Munawar Faruqui)। মুনাবর আদতে গুজরাতের একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান। গত শুক্রবারের এক অনুষ্ঠানে হিন্দুধর্মের দেব-দেবীদের নিয়ে মশকরা করতে দেখা যায় ফারুকিকে। এমনটাই অভিযোগ তুলেছিলেন গুজরাতের ওই সাংসদ-পুত্র। অতঃপর সেই রাতেই স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করান তিনি। যার জেরে মুনাবর-সহ আরও ৪ জনকে আটক করেছে পুলিশ। এবার সেই কমেডিয়ানকেই জামিন দিতে নারাজ আদালত।
কমেডিয়ান ফারুকি এবং ওই অনুষ্ঠানের আয়োজক নলিন যাদবের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে ইন্দোর আদালত। হিন্দু দেবদেবীদের অপমান করার পাশাপাশি, মহিলাদের উদ্দেশে অভব্য মন্তব্য ছুঁড়ে দেওয়া এবং প্রকাশ্যে যেখানে কিনা বাচ্চারাও উপস্থিত ছিল সেখানে কন্ডোম বের করার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। আর এই পরিস্থিতি নজরে রেখেই ফারুকি ও নলিন যাদবে র জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত। আদালতের কথায়, "এই পরিস্থিতিতে ফারুকীকে জামিন দিলে আইনশৃঙ্খলার বিচ্যুতি ঘটতে পারে।"
প্রসঙ্গত, মালিনী লক্ষ্মণ সিং গৌর নামে একজন সাংসদের ছেলে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাংসদের ছেলে একলব্য সিং গৌর সেখানেই মুনাবরকে সনাতন হিন্দুধর্মের দেব-দেবীদের নিয়ে ঠাট্টা করতে দেখেন বলে তাঁর অভিযোগ। এরপরই তড়িঘড়ি স্থানীয় থানায় গিয়ে মুনাবরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন একলব্য। অভিযোগনামায় তিনি এও উল্লেখ করেছেন যে, হিন্দু দেব-দেবী ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও মশকরা করেছেন ওই কমেডিয়ান। সেটা অবশ্য মধ্যপ্রদেশের ইন্দোরের এক শোয়ে গিয়ে। এই অবশ্য প্রথম নয়। এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ঠাট্টা করার অভিযোগে জেলে যেতে হয়েছিল তাঁকে। এমনকী, সেই সময়ও হিন্দু দেব-দেবীকে অপমানের অভিযোগ উঠেছিল তাঁর উপর।