/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/lead-67.jpg)
টম হ্যাঙ্কস।
টম হ্যাঙ্কস-এর রক্ত ব্যবহৃত হচ্ছে করোনাভাইরাসের ভ্যাক্সিন তৈরির জন্য, সম্প্রতি এনপিআর পডকাস্টে এই সংবাদটি জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। তিনি ও তাঁর স্ত্রী রিটা উইলসনের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে গত মার্চ মাসে। সেই সময় টম শুটিং করছিলেন অস্ট্রেলিয়ায়, এলভিস প্রেসলি-র বায়োপিকের জন্য।
দম্পতি এর পর ফিরে আসেন লস এঞ্জেলসে এবং দুসপ্তাহেরও বেশি সময় কোয়ারান্টাইনে থাকেন। এনপিআর পডকাস্টে টম বলেন, ''অনেক প্রশ্ন উঠছে সকলের মনে যে এখন আমরা কী করছি, এই সময় আমরা কিছু করতে পারি কি না। সত্যি বলতে কী, আমরা জানতে পেরেছি যে আমাদের রক্তে অ্যান্টিবডি রয়েছে। এমনটা নয় যে আমাদের কাছে রক্ত দেওয়ার আবেদন এসেছে শুধু। আমরা নিজেরাই বলেছি যে আমরা কি রক্ত দিতে পারি? আমাদের প্লাজমা দান করতে পারি?''
আরও পড়ুন: কোভিড যুদ্ধে জয়ী মনামির সঙ্গে লাইভ আড্ডায় মিমি
এর পরে টম জানান যে তাঁর রক্ত থেকে যদি সত্যিই ভ্যাক্সিন তৈরি হয়, তবে তিনি ভ্যাক্সিনের নাম দেবেন হ্যাঙ্ক-সিন। এর আগে বর্ষীয়ান অভিনেতা জানিয়েছিলেন যে এই অসুখে তাঁর থেকেও বেশি ভুগতে হয়েছে তাঁর স্ত্রীকে। রিটা উইলসনের জ্বর ও উচ্চ তাপমাত্রা ছিল দীর্ঘদিন ধরে। কোনও রকম স্বাদ ছিল না তাঁর মুখে, গন্ধও পাচ্ছিলেন না। প্রায় ৩ সপ্তাহ খাওয়া-দাওয়ার ইচ্ছাটাই ছিল না রিটার। তবে এখন দুজনেই সুস্থ।
সারা পৃথিবীতে প্রায় ২ লক্ষ মানুষ এখনও পর্যন্ত মারা গিয়েছেন এই ভাইরাসে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৫১,৫০০ জন মারা গিয়েছেন ইতিমধ্যে। এদেশে এখনও সেই সংখ্যাটি ৭৭৯ জন। আর আশার খবর এটাই যে এদেশের ২৪,৯৪২ জন আক্রান্তের মধ্যে ৫২০৯ জন কিন্তু সুস্থ হয়ে উঠেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন