Advertisment
Presenting Partner
Desktop GIF

কোভিড আক্রান্ত স্বরা ভাস্করের মৃত্যুকামনা! পাল্টা মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী

স্বরার উত্তরে হতভম্ব নেটজনতা। কী এমন বললেন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Swara Bhasker, Swara Bhasker tested covid positive, Swara Bhasker trolled, স্বরা ভাস্কর, ট্রোলারদের মোক্ষম জবাব স্বরা ভাস্করের, কোভিড আক্রান্ত স্বরা ভাস্কর, Bengali news today

স্বরা ভাস্কর

স্বরা ভাস্করকে (Swara Bhasker) নিয়ে নেটমাধ্যমে ট্রোলের অন্ত নেই। অভিনেত্রীও বেজায় সক্রিয় নেটদুনিয়ায়। রাজনৈতিক, সামাজিক থেকে বিনোদুনিয়ার প্রত্যেকটা ইস্যু নিয়েই নিজের মতামত ব্যক্ত করেন। তবে স্পষ্টবক্তা স্বরার নেট-শত্রুও কম নেই! প্রায় নিত্যদিনই নেটজনতার একাংশ অভিনেত্রীকে নিয়ে কু-মন্তব্য করেন। তবে ট্রোলারদের পাত্তা না দিয়ে স্বরা সর্বদাই স্বমহিমায়। এবার তাঁর কোভিড আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই স্বরার মৃত্যুকামনা করে বসল নেটজনতার একাংশ। নজরে পড়তেই ছেড়ে কথা বলেননি অভিনেত্রী। পাল্টা কষিয়েও দিলেন।

Advertisment

প্রসঙ্গত, কোভিড-জ্বরে রীতিমতো কাঁপছেন বি-টাউনের (Covid In Bollywood) তারকারা। শুক্রবার দুঃসংবাদ দিয়েছিলেন স্বরা ভাস্কর। অনুরাগীদের স্বরা জানান যে, তাঁকেও কাবু করেছেন করোনা। তবে এতে মনোবল বিন্দুমাত্র ভাঙেনি অভিনেত্রীর। খানিক রসিকতা করেই খবরটা দিলেন এদিন। “হ্যালো কেভিড, এই মাত্র আমার RT-PRC রিপোর্ট পেলাম। পজিটিভ এসেছে। তৎক্ষণাৎ নিজেকে নিভৃতাবাসে নিয়ে গিয়েছি। করোনার উপসর্গও রয়েছে। শরীরকে কাবু করেছে জ্বর। প্রচণ্ড মাথা ব্যথা। স্বাদ নেই। যেহেতু ডবল ভ্যাকসিন নিয়েছি, তাই আশা করি খুব শিগগিরীরই সেরে উঠব”, জানালেন স্বরা ভাস্কর। আর অভিনেত্রী তাঁর কোভিড আক্রান্ত হওয়ার খবর দিতেই নেটদুনিয়ার একাংশ উল্লাসে মাতে।

কারও মন্তব্য, "২০২২ সালের সেরা খবরটা পেলাম বোধহয়"। কেউ বা আবার লিখেছেন, আগাম বলে রাখছি, "শান্তিতে চিরনিদ্রায় যান…" আরোগ্য কামনা করার পরিবর্তে কেউ লিখলেন, "তাড়াতাড়ি নরকে যান। যত দ্রুত সম্ভব এই পৃথিবীকে আপনাদের মতো লোকেদের থেকে মুক্ত করুন।" এহেন বিদ্বেষী মন্তব্য নজর এড়ায়নি স্বরার। অতঃপর তিনিও সেই সমস্ত ট্রোলারদের টুইটের স্ক্রিনশট নিয়ে একটা মোক্ষম জবাব দিলেন।

<আরও পড়ুন: দ্বিতীয়বার করোনায় আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্ত, দার্জিলিং থেকে ফিরেই বিপত্তি! ‘পজিটিভ’ ঋদ্ধিও>

স্বরা ভাস্কর লিখলেন, "প্রিয় নিন্দুকেরা, যাঁরা কিনা আমার মৃত্যুকামনা করছেন, তাঁদের বলব, বন্ধুরা আপনারা নিজেদের চিন্তা-ভাবনায় একটু লাগাম টানুন। আমার কিছু একটা হয়ে গেলে কিন্তু আপনাদের রুজি-রুটি নিয়ে টানাটানি পড়ে যাবে। তখন আপনাদের সংসার কীভাবে চলবে?" উল্লেখ্য, স্পষ্ট ভাষায় মোক্ষম জবাব দিয়ে স্বরার জুড়ি মেলা ভার!

প্রসঙ্গত, গত ৫ তারিখ সন্ধেবেলা থেকেই মৃদু উপসর্গ আঁচ করতে পেরে তখন থেকেই স্বরা এবং তাঁর পরিবারের আরও ৫ জন আইসোলেশনে রয়েছেন। সমস্তরকম কোভিড সতর্ক বিধি মেনে চলছেন। শুক্রবার অভিনেত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। অনুরাগীদের প্রতি তাঁর বার্তা, "প্রয়োজনে ডবল মাস্ক পরুন। সাবধানে থাকুন।” যে বা যাঁরা গত কয়েকদিনে অভিনেত্রীর সংস্পর্শে এসেছেন সকলকে কোভিড টেস্ট করানোর পরামর্শও দিয়েছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Entertainment News Swara Bhasker
Advertisment