করোনায় আক্রান্ত ব্রাত্য বসু (Bratya Basu)। একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) জিতে 'হ্যাটট্রিক' করলেও শপথ নিতে পারলেন না বিধায়ক হিসেবে। সুস্থ হয়েই শপথবাক্য পাঠ করবেন বলে জানিয়েছে তৃণমূল পরিষদীয় দল।
ভোট মিটতেই করোনা কাবু করল মমতা-সরকারের টানা গত দশ বছরের মন্ত্রী ব্রাত্য বসুকে। গত এক মাস ধরে নির্বাচনের ময়দানে ব্যস্ত ছিলেন ব্রাত্য। তবে ভোটের ফল বেরনোর পরদিন অর্থাৎ সোমবার থেকেই হঠাৎ অসুস্থ বোধ করতে থাকেন একুশের বিধানসভা ভোটে দমদমের (Dumdum) জয়ী তৃণমূলপ্রার্থী। সর্দি-কাশি, মাথাধরার মতো যাবতীয় করোনা উপসর্গ দেখা দেয়। এরপর আর দেরি না করেই পরীক্ষা করান তিনি। মঙ্গলবার ব্রাত্য বসুর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তখন থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশনে রয়েছেন তিনি। শারীরিক সেরকম কোনও অসুবিধে নেই বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ৩৩টি আসনে বিজয়ীদের শপথগ্রহ ছিল বিধানসভায়। বাকি ৩২ জন শপথ নিলেও, করোনায় আক্রান্ত হওয়ায় ওই দিন শপথ নিতে আসতে পারেননি দমদমের তিনবারের বিধায়ক ব্রাত্য। পাশাপাশি সোমবার নয়া মন্ত্রিসভা গঠন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে, তথ্য-প্রযুক্তি, শিক্ষা এবং পর্যটনের মতো দপ্তর সামলেছেন ব্রাত্য বসু। নব নির্বাচিত তৃণমূল সরকারেও মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি। তাই সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কোন বিভাগের দায়িত্ব তাঁর হাতে তিনি তুলে দেন? সেটাই দেখার অপেক্ষা।