মাসাকলি-র পুনর্নির্মাণে বিতর্ক, 'আপনার কানের ক্ষতি হতে পারে'

দিল্লি ৬-এর গান মাসাকলি। গানটির সুর করেছিলেন এ আর রহমান এবং লিখেছিলেন প্রসূন যোশী। সম্প্রতি গানটির পুনর্নির্মাণ করেছেন তনিষ্ক বাগচী।

দিল্লি ৬-এর গান মাসাকলি। গানটির সুর করেছিলেন এ আর রহমান এবং লিখেছিলেন প্রসূন যোশী। সম্প্রতি গানটির পুনর্নির্মাণ করেছেন তনিষ্ক বাগচী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টুইটারে মাসাকলি ২.০ নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছেন এ আর রহমান।

সম্প্রতি টি-সিরিজ থেকে মুক্তি পেয়েছে মাসাকলি ২.০। গানটির পুনর্নির্মাণ কেবল ফ্যানেদেরই নয়, মাসাকলি-র মূল নির্মাতাদের মধ্যেও অসন্তোষ তৈরি করেছে।

Advertisment

বুধবার গানটির নতুন ভার্সন মুক্তি পাওয়ার পরেই টুইটারে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন এ আর রহমান। তিনি লিখেছেন, ''কোনও শর্ট কাট নয়, সঠিক দেখভাল, বিনিদ্র রজনী, লেখা এবং পুনরায় লেখা। ২০০ জনের বেশি মিউজিশিয়ান, ৩৬৫ দিনের মন্ত্রমুগ্ধ সৃজনশীলতা তৈরি গান প্রজন্মের পর প্রজন্ম থেকে যায়। পরিচালক, অভিনেতা, নৃত্য পরিচালক ও সিনেমার ক্রুদের সমর্থনে সঙ্গীত পরিচালক, সুরকার, গীতিকারের টিম ওয়ার্ক।''

টুইটে পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা ও গীতিকার প্রসূন যোশীকে ট্যাগ করেন এ আর রহমান। পরে তারাই টুইট তর্ক দীর্ঘায়িত করেন। রাকেশ ওমপ্রকাশ মেহরা টুইট করেন, ''দিল্লি ৬ এবং মাসাকলি ভীষণ ভালবাসা ও আবেগ দিয়ে তৈরি। একটি আইকনিক গান যা সংরক্ষণ করা প্রয়োজন। রি-মিক্স থেকে সাবধান, তা আপনার কানের ক্ষতি করতে পারে।''

Advertisment

আরও পড়ুন, মাসাকলি ২.০: সিদ্ধার্থ মলহোত্রা ও তারা সুতারিয়ার রোমান্টিক রসায়ন

প্রসূন যোশীর কথায়, আশা করব শ্রোতার আসলের পাশে থাকবে। গায়িকা শ্রেয়া ঘোষাল, তাঁর নিরব সমর্থন জানাতে এ আর রহমানের টুইটটি ইনস্টাগ্রামে শেয়ার করেন।

রহমান নিজের ইনস্টাগ্রামে একটি লেখা শেয়ার করেছেন যা দেখে অনেকে মনে করেছেন তা মাসাকলির নতুন ভার্সনের জন্যই লেখা। তিনি লেখেন, শক্তিশালী মানুষ সেই যে নিজের রাগ সংযত করতে পারে।

প্রসঙ্গত, মাসাকলি গানের নয়া ভার্সন তৈরি করেছেন তনিষ্ক বাগচী, যিনি দিলবর এবং আঁখ মারে-র মতো জনপ্রিয় গানের পুনর্নির্মাণের জন্য পরিচিত।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywoood music